ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে মুশফিক সাকিবের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি

গত ১৫ জানুয়ারি Sports Center নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সাকিব পরিবার থেকে কোনো শিক্ষা পায় নাই, ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে সাকিবকে একি বললো মুশফিক’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

মুশফিক

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ৫ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সাথে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের পুরোনো দ্বন্দ্ব ইস্যুতে সুমনের পক্ষ নিয়ে সাকিবের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম বরং মুশফিকুর রহিমের ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো একটি ভিডিও ক্লিপের সাথে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ছবি যুক্ত করে তাতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম, বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পুরোনো কিছু ছবি ও ভিডিও ক্লিপ প্রদর্শিত হতে দেখা যায়।

ভিডিওটি’র সংবাদপাঠ অংশে দাবি হয়, ‘সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনের দ্বন্দ্ব ইস্যুতে ফেসবুক লাইভে এসে মুশফিকুর রহিম বলেছেন, “সাকিব চরম তার পরিবার থেকে কোনো শিক্ষা পায়নি, সে চরম বেয়াদব। ব্যারিস্টার সুমন একজন দেশপ্রেমিক এবং ভালো মনের মানুষ। সাকিব কিভাবে তাকে মারতে যায়? সাকিব তার নিজের যোগ্যতা অনুযায়ী এমপি হয়নি বরং ব্যারিস্টার সুমন তার নিজের যোগ্যতা অনুযায়ী এমপি হয়েছে। অল্পকিছুতেই সাধারণ মানুষকে মারধর করা এবং তাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া এগুলো কোনো খেলোয়াড় করতে পারে না। সাকিবের উচিত ব্যারিস্টার সুমনের পা ধরে মাফ চাওয়া।”

প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাকিব আল হাসানের বিরুদ্ধে মুশফিকুর রহিমের এরূপ কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটিতে থাকা ভিডিও ক্লিপটির বিষয়ে আলাদাভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিওটিতে প্রচারিত মুশফিকুর রহিমের বক্তব্যের ভিডিও ক্লিপটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মুশফিকুর রহিমের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর ‘It’s time to GEAR UP! Get tge best offers of PUMA at daraz’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওর মুশফিকুর রহিমের ফুটেজ অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওতে মুশফিক তার বিজ্ঞাপনী কাজের অংশ হিসেবে অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম দারাজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি’র ওয়েবসাইট থেকে পুমা’র পণ্য ক্রয় নিয়ে কথা বলেন।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, অতীতে কিংবা সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে মুশফিকুর রহিমকে প্রকাশ্যে কোনো ধরনের বিরূপ মন্তব্য করতে দেখা যায়নি।

মূলত, ব্যারিস্টার সায়েদুল হক সুমনের অফিশিয়াল  ফেসবুক পেজে ২০২৩ সালের ১৬ মার্চ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সাকিব আল হাসানের দুবাইয়ে গিয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের জুয়েলারি শপ উদ্ভোধন করতে যাওয়ার বিষয়ের সমালোচনা করে সাকিবের বিরুদ্ধে তার (সুমন) ওপর হামলার চেষ্টার অভিযোগ করেন। পরবর্তী উক্ত বিষয়টি ব্যাপক ভাইরাল হলে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উক্ত বিষয়টিকেই সাকিব এবং ব্যারিস্টার সুমনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরের ঘটনা দাবি করে সে প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি Sports Center নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সাকিব পরিবার থেকে কোনো শিক্ষা পায় নাই, ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে সাকিবকে একি বললো মুশফিক’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, সাম্প্রতিক সময়ে কিংবা অতীতে মুশফিক রহিম সাকিব আল হাসানকে নিয়ে এরূপ কোনো মন্তব্য করেননি। মুশফিকুর রহিমের দারাজের বিজ্ঞাপনী কাজের পুরোনো একটি ভিডিও ক্লিপের সাথে ও ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং সাকিব আল হাসানের বিষয়ে ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে মুশফিকুর রহিম ‘‘সাকিব পরিবার থেকে কোনো শিক্ষা পায় নাই’’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img