বিমানবন্দরের মেঝেতে শুয়ে থাকা ছবিটি এমপি মুরাদের নয়

সম্প্রতি, “এই সেই মুরাদ টাকলা !! দুবাইয়ের এয়ারপোর্টে হোমলেস মানুষের মত ফ্লোরে ঘুমন্ত মুরাদ!শেখ হাসিনার সরকারের সবচেয়ে আলোচিত সমালোচিত ক্ষমতাধর মন্ত্রী ডঃ মুরাদের বর্তমান অবস্থা। আহারে!” শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এয়ারপোর্টে শুয়ে থাকা ছবির ব্যক্তিটি মুরাদ হাসান নয় বরং এটি ভিন্ন একজন ব্যক্তির পুরোনো ছবি। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ২০১৮ সালের ৩০ এপ্রিলে ConsoGlobe.com নামের একটি টুইটার একাউন্টে প্রকাশিত একটি টুইটে একই ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে, স্টক ফটো ওয়েবসাইট ‘shutterstock‘ এ Chanyanuch Wannasinlapin নামের একজন কন্ট্রিবিউটর কর্তৃক “Man sleeping on floor at the airport because his flight was delay,transportation concept, copy space.” শিরোনামে প্রকাশিত মূল ছবি খুঁজে পাওয়া যায়।

মুরাদ
Screenshot from shutterstock website

সেখানে ছবিটি প্রকাশের প্রকৃত সময় উল্লেখ না থাকায় টিন আই রিভার্স ইমেজ সার্চের সাহায্যে ছবিটিকে প্রথম ১০ আগস্ট ২০১৭ সালে ইন্টারনেটে প্রকাশিত দেখা যায়।

Screenshot from TinEye website

মূলত, বিমানবন্দরের মেঝেতে লাগেজ নিয়ে শুয়ে থাকা ব্যক্তিটির সেই ছবিটি শাটারস্টক ওয়েবসাইট থেকে সংগ্রহ করে উক্ত ছবির ব্যক্তিকে বর্তমানে এমপি মুরাদ হাসান দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং কাণ্ডের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডা. মুরাদ হাসান। তবে ইমিগ্রেশন বাধায় কানাডায় ঢুকতে পারেননি তিনি। পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় আজ বিকেল ৫ টায় দেশে ফিরে এসেছেন।

আরো পড়ুনঃ এমপি মুরাদ হাসানের ভি চিহ্ন দেখানো ছবিটি সাম্প্রতিক সময়ের নয়

সুতরাং, বিমানবন্দরের মেঝেতে লাগেজ নিয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পুরোনো ছবিকে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ডা. মুরাদ হাসানের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: মুরাদ হাসান এয়ারপোর্ট ফ্লোরে বিশ্রাম নেয়ার একটি ছবি ভাইরাল
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Consoglobe Twitter: https://twitter.com/consoglobe/status/990926238251388928 / https://archive.ph/EURgW
  2. Shutterstock: https://www.shutterstock.com/image-photo/man-sleeping-on-floor-airport-because-685733029 / https://perma.cc/WC5D-FPZS
  3. Kalerkantho: https://www.kalerkantho.com/print-edition/first-page/2021/12/12/1100626
  4. Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8-293491

আরও পড়ুন

spot_img