সম্প্রতি, “প্লেন থেকে ভি চিহ্ন দেখাচ্ছেন মুরাদ!” শীর্ষক শিরোনামে এমপি ডা. মুরাদ হাসানের হাসিমুখে ভি চিহ্ন দেখানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি ডা. মুরাদ হাসানের মন্ত্রীত্ব হারানো পরবর্তী সময়ের ছবি নয় বরং ছবিটি পুরোনো।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে গত ১৬ নভেম্বরে ডা. মুরাদ হাসানের ‘Murad Hassan MP‘ নামের ফেসবুক আইডিতে ‘শুভ বিকেল✌️’ শিরোনামে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ভুঁইফোড় পত্রিকাগুলোয় প্রকাশিত সংবাদের লেখাটি কপি করে সার্চের মাধ্যমে গত ৯ ডিসেম্বরে দৈনিক কালেরকন্ঠের অনলাইন সংস্করণে “দেশ ছাড়লেন ডা. মুরাদ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। মূলত দৈনিক কালেরকন্ঠে প্রকাশিত প্রতিবেদনের লেখাগুলো কপি করে এর সাথে ‘বিমানে উঠে ভি চিহ্ন দেখাচ্ছেন মুরাদ।’ লাইনটি সংযুক্ত করে বেনামী অনলাইন পোর্টালগুলো সংবাদ প্রকাশ করেছে।
মূলত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফেসবুক আইডিতে প্রায় ১ মাসের আগে প্রকাশিত ছবিটিই তার মন্ত্রীত্ব হারানোর পর গতকালের দেশত্যাগের সময়ে নতুন করে ফেসবুকে প্রচার করায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।
এছাড়া, গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত মুরাদ হাসানের গতকালের দেশত্যাগের সময়ে এয়ারপোর্টে অবস্থানরত ছবির পোশাকের সাথে ভি চিহ্নিত ছবিটির পোশাকেরও কোন মিল খুঁজে পাওয়া যায়না।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত কান্ড এবং বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
আরো পড়ুনঃ কন্ঠশিল্পী মমতাজের দাদী হওয়ার খবরটি তিন বছর পুরোনো
উল্লেখ্য, ‘ভি’ চিহ্নটি সাধারণত বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত যা ইংরেজি শব্দ Victory এর প্রথম বর্ণ নির্দেশ করে। তবে পরিস্থিতি বিবেচনায় এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। শান্তির প্রতীক, হ্যা বোধক, দুই সংখ্যা, খুশি হওয়া, উল্লাস অনুভূতি প্রকাশেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি হাতের আঙ্গুলের একটি অঙ্গভঙ্গী। মূলত তর্জনী এবং মধ্যম আঙুল দিয়ে ইংরেজি বর্ণ ‘V’ এর অঙ্গভঙ্গি করা হয় এবং বাকি আঙ্গুল গুলো মুষ্টিবদ্ধ থাকে।
অর্থাৎ, প্রায় এক মাস আগের মুরাদ হাসানের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ছবিকে সম্প্রতি তার দেশত্যাগের সময়ের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: প্লেন থেকে ভি চিহ্ন দেখাচ্ছেন মুরাদ!
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Murad Hasan FB post: https://www.facebook.com/mohammadmurad.hassan/posts/4417436115046194
- Kalerkantho: https://www.kalerkantho.com/online/national/2021/12/09/1099905
- Bangla Tribune: https://bangla.dhakatribune.com/bangladesh/2021/12/10/44352
- Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8
- Prothom Alo: https://www.prothomalo.com/politics/%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0