শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে সাময়িক বরখাস্ত করা হয় নি

সম্প্রতি বরগুনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে সাময়িক বরখাস্তের দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বরগুনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী সহ ১৩ জন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশের বিষয়টি সত্য হলেও মহরম আলীকে সাময়িক বরখাস্তের দাবিটি মিথ্যা।

কি ওয়ার্ড সার্চ অনুসন্ধানের মাধ্যমে গত ২২ আগস্ট ২০২২ তারিখে দেশীয় মূলধারার গণমাধ্যম দ্যা ডেইলি স্টার  এর ওয়েবসাইটে ‘মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়।

তবে, উক্ত প্রতিবেদনটিতে মহরম আলীকে সামরিক বরখাস্ত করা হয়েছে শীর্ষক কোনো তথ্য পাওয়া যায় নি। প্রতিবেদনটি হতে জানা যায়, বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। যা বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

Source: thedailystar

পরবর্তীতে, মহরম আলীসহ ১৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ নিয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরমানবজমিন এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদনগুলোতেও মহরম আলীকে সামরিক বহিষ্কার করা হয়েছে দাবিতে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

মূলত, গত ১৫ আগস্ট বরগুনায় ছাত্রলীগের উপর লাঠিচার্জের ঘটনায় তদন্তের স্বার্থে গঠিত কমিটি অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়। এতে করে তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এই বিভাগীয় মামলার সুপারিশকেই অতিরঞ্জিতভাবে বরখাস্তের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, বরগুনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় মহরম আলীকে গত ১৬ আগস্ট বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। পরের আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

Source: prothomalo

উল্লেখ্য, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ছাত্রলীগের দু গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাংচুরকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। উক্ত ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী সহ দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্মকান্ড ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়।

সুতরাং, “অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ, মহরম আলীকে সাময়িক বরখাস্ত।” শীর্ষক তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  1. যুগান্তর- সেই মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
  1. দ্য ডেইলি স্টার- মহরম আলীসহ ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ
  1. মানবজমিন- বরগুনার ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ
  2. প্রথমআলো- অতিরিক্ত পুলিশ সুপার মহরমকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img