সম্প্রতি, ভারতের অযোধ্যার বাবরি মসজিদের ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত ছবিযুক্ত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ছবিযুক্ত টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ছবি যু্ক্ত করে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন- ইনডিপেনডেন্ট টিভি (ইউটিউব)।
২০১৯ সালে একই ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে- কালের কণ্ঠ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত মসজিদের ছবিটি বাবরি মসজিদের নয় বরং ভারতের কর্ণাটকের গুলবার্গার ফোর্টে অবস্থিত একটি জামে মসজিদের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে বিশ্বকোষ হিসেবে পরিচিত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইটের কিডস শাখার ওয়েবসাইটে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ভারতের কর্ণাটকের গুলবার্গার ফোর্টে অবস্থিত জামে মসজিদের ছবি এটি। ছবিটি তুলেছেন জন হেনরি রাইস নামে এক ব্যক্তি।
মূলত, গত ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করা হয় ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত এই স্থানেই দাঁড়িয়ে ছিল বাবরি মসজিদ। ২০১৯ সালে সুপ্রিম রায়ের পর শুরু হয়েছিল রামমন্দির নির্মাণের কাজ। এর প্রেক্ষিতে বাবরি মসজিদের দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি বাবরি মসজিদের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের কর্ণাটকের গুলবার্গার ফোর্টে অবস্থিত জামে মসজিদের ছবি।
সুতরাং, ভারতের ভিন্ন স্থানের মসজিদের ছবিকে বাবরি মসজিদের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Britannica Kids- Photo
- Rumor Scanner’s Own Analysis