গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করে। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরই প্রেক্ষিতে গতকাল (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে ধানমন্ডি–৩২ এ অগ্নিকাণ্ডের একটি দৃশ্যসহ আরেকটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “১নাম্বার ছবি টা জুলাই এর | ২ নাম্বার ছবি টা আজকের…”।
অর্থাৎ, দাবি করা হয়েছে যে, ধানমন্ডি–৩২ এ অগ্নিকাণ্ডের দৃশ্যের সাথে সংযুক্ত প্রথম ছবিটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ছবি দাবিতে প্রচারিত ছবিটি ২০২৪ সালের জুলাইয়ের নয় বরং, মাঙ্কিপক্সে আক্রান্ত এক ব্যক্তির অন্তত দুই বছরের পুরোনো ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মেক্সিকান সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিরাম জেরোনিমো’র এক্স অ্যাকাউন্টে ২০২২ সালের ১২ অক্টোবরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়।
উক্ত পোস্টে তিনি এই ছবি যুক্ত করেন এবং ছবিটি সম্পর্কে পোস্টের ক্যাপশনে বলেন, “২৫০টিরও বেশি ক্ষত ও অতিরিক্ত সংক্রমণসহ VS-এর একটি গুরুতর ঘটনা।” (স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তরিত)

উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির তুলনা করলে হুবহু সাদৃশ্য পাওয়া যায় এবং এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত উক্ত ছবিটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের নয় বরং তারও আগের।
উল্লেখ্য যে, “Viruela Símica” এর সংক্ষিপ্ত রূপ হিসেবে “VS” ব্যবহার করা হয়ে থাকে, যা স্প্যানিশ ভাষায় মাংকিপক্স (Monkeypox) বোঝাতেও ব্যবহার করা হয়। অর্থাৎ, ছবিটি সম্পর্কে তিনি বলেছেন, এটি মাঙ্কিপক্সে আক্রান্ত একজনের ছবি। উক্ত পোস্টের মন্তব্য বিভাগে তিনি বলেন, ঘটনাটি মেক্সিকোর এবং এই রোগী ইমিউনোকমপ্রোমাইজড (দুর্বল বা ক্ষতিগ্রস্ত রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন)।
এছাড়াও, মাঙ্কিপক্সে আক্রান্তের বিষয়ে মেক্সিকো ভিত্তিক সংবাদমাধ্যম পাবলিমেট্রো ও ইনফোলিটেরাসে ২০২২ সালে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও উক্ত ছবিটি মাঙ্কিপক্সে আক্রান্তের রেফারেন্স হিসেবে সংযুক্ত করতে দেখা যায়৷ পাশাপাশি, ২০২২ সালে একাধিক ফেসবুক পেজেও মাঙ্কিপক্স আক্রান্ত বিষয়ক সংবাদ বা লেখায় উক্ত ছবিটির সংযুক্তি পাওয়া যায়।
সুতরাং, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীর ছবি দাবিতে মাঙ্কিপক্সে আক্রান্ত অন্তত দুই বছরের পুরোনো এক ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Hiram Jerónimo – Un caso grave de VS con más de 250 lesiones y sobre infección
- Publimetro – UAEM confirmó caso positivo de ‘viruela del mono’ en uno de sus estudiantes
- Infolliteras – To date, of the 86 cases of monkeypox detected in Yucatan, over the course of almost three months, only one has been discharged / The pathology increased by 9.42 percent in the Yucatan peninsula
- Punto Sero – Facebook Post