মমতাজ কাউয়া কাদের শীর্ষক কোনো গান গাননি, ভাইরাল ভিডিওর অডিওটি সম্পাদিত

সম্প্রতি, “শোনো কাউয়া কাদের মিয়া” শীর্ষক শিরোনামে সংগীতশিল্পী মমতাজের গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ সংক্রান্ত ফেসবুকের ভাইরাল একটি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, মমতাজের কণ্ঠে কাউয়া কাদের শীর্ষক গান দাবিতে প্রচারিত ভিডিওটি এখন অবধি প্রায় ৯ লাখ বার দেখা হয়েছে। ৫ হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

কাউয়া কাদের

একই ভিডিও নিয়ে ফেসবুকে আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংগীতশিল্পী মমতাজ ‘কাউয়া কাদের’ শীর্ষক কোনো গান গাননি বরং মমতাজের পরিবেশিত গাউসুল আজম বাবা নূরে আলম গানের ভিডিওর সাথে কাউয়া কাদের শীর্ষক গানের অডিও জুড়ে দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই 

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, গত ০৮ ফেব্রুয়ারি Raj Bangla Media নামের একটি ইউটিউব চ্যানেলে “মমতাজ বেগম ভান্ডারী গানে নারায়ণগঞ্জে কোট কোট মানুষের ঢল| গাউসুল আজম বাবা নাচ R নাচ Momtaz 2023” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর ২ মিনিট সময় থেকে পরবর্তী ৩০ সেকেন্ড অংশে মমতাজের পোশাক পরিচ্ছদ এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত ভিডিওর পোশাক পরিচ্ছদ এবং অঙ্গভঙ্গির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। সেসময় মমতাজ গাউসুল আজম বাবা নূরে আলম শীর্ষক একটি গানের পরিবেশনা করছিলেন।

ভিডিওর শিরোনাম এবং বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, উক্ত ভিডিওটি নারায়ণগঞ্জে একটি পালাগানের অনুষ্ঠানে ধারণকৃত।

Comparison Image By Rumor Scanner

পরবর্তীতে, একই ইউটিউব চ্যানেলে “ফুল পালা | বড় পীর-খাজা বাবা | ২০ বছর পর পালা গাইলেন মমতাজ বেগম ও কাজল দেওয়ান” শীর্ষক শিরোনামে প্রকাশিত সেদিনের অনুষ্ঠানের বিস্তৃত দৈর্ঘ্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে মমতাজকে কাউয়া কাদের শীর্ষক কোনো গান পরিবেশনা করতে দেখা যায়নি। 

এ থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, মমতাজের সেদিনের অনুষ্ঠানের ভিডিও ক্লিপের সাথে ভিন্ন অডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অডিও যাচাই

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Bangladesh Political News নামের ইউটিউব চ্যানেলে গত ২১ অক্টোবর “কাওয়া কাদের কে নিয়ে অস্থির বিনোদনের সম্পুর্ন নতুন গান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর অডিও গানের সাথে আলোচিত ভিডিওর গানের অডিওর মিল খুঁজে পাওয়া যায়। 

মূলত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ মমতাজ বেগম নারায়ণগঞ্জে একটি পালাগানের অনুষ্ঠানে গাউসুল আজম বাবা নূরে আলম শীর্ষক গান পরিবেশন করেন। তার সেই পরিবেশনার ভিডিওর সাথে ভিন্ন একটি গানের অডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে যুক্ত করে মমতাজ ‘কাউয়া কাদের’ শীর্ষক গান গেয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।

উল্লেখ্য, পূর্বে সংগীত শিল্পী ঐশী কাউয়া কাদের র্শীষক গান গেয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, সংগীতশিল্পী মমতাজের গাওয়া কাউয়া কাদের শীর্ষক গানের ভিডিওটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img