শিশুর বক্তব্যের ভাইরাল ভিডিওটি তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন কেন্দ্রিক নয়, ভিডিওটি পুরোনো

সম্প্রতি, “ঢাকার কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে এক শিশুর প্রতিবাদী বক্তব্য” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।

তেঁতুলতলা

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে শিশুর বক্তব্যটি সাম্প্রতিক সময়ে ঢাকার কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের কোনো ঘটনার নয় বরং এটি কয়েক বছর পূর্বে পুরান ঢাকার বকশীবাজার মাঠ রক্ষা আন্দোলনের ঘটনায় ধারণকৃত একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম নাগরিক টিভির ফেসবুক পেজে গত ২৬ এপ্রিল রাত ৮ টা ৩৯ মিনিটে “খেলার মাঠ না থাকলে কি আমরা মোবাইলে ভিডিও গেম খেলবো 😲🤷‍♀️ মনে আছে এই শিশুর কথা ??” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি বিস্তারিত পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির ১৬ সেকেন্ডের মাথায় ইউনিফর্ম পরিহিত একদল শিক্ষার্থী একটি ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। ব্যানারটিতে লেখা রয়েছে,

“মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন। বকশীবাজারে অবস্থিত মাঠ হতে অস্থায়ী স্থাপনা অপসারণ করে এবং সেখানে নতুন ভাবে সকল ধরনের ভবন স্থাপনে নিষেধাজ্ঞা প্রদান করে  এলাকাবাসীদের খেলাধুলা এবং সুস্থ মানসিক বিকাশে সহায়তা করুণ। নবকুমার ইনষ্টিটিউশন ও শহীদুল্লাহ কলেজ, বকশিবাজার, ঢাকা”

নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারের পরবর্তী সময়ে উক্ত ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে, অনেক ইন্টারনেট ব্যবহারকারী ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জেনে ভিডিওটিকে সাম্প্রতিক সময়ে কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের ঘটনায় ধারণকৃত ভিডিও ভেবে বিভ্রান্তিকর শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচার করছেন।

এছাড়াও, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর নাগরিক টিভির ফেসবুক পেজ হতে “রাজধানীতে কমে যাচ্ছে খেলার মাঠের সংখ্যা” শীর্ষক শিরোনাম প্রকাশিত ভিডিও প্রতিবেদনে বর্তমানে আলোচিত শিশুটির একটি বক্তব্য খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৮ ২০১৯ সালে পুরান ঢাকার বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়া ও নবকুমার স্কুল সংলগ্ন মাঠ হতে অস্থায়ী স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে মাঠে নতুন কোনো স্থাপনা না করার দাবিতে একাধিকবার মানববন্ধন করেন স্থানীয় এলাকার বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঐ কর্মসূচি চলাকালীন এক শিশু শিক্ষার্থীর বক্তব্য প্রদানের সময় ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের কর্মসূচিতে দেওয়া শিশুর বক্তব্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: ছবিটি প্যাগোডা ফুলের নয়, এটি সিকিম রুবার্ব ফুলের ছবি

প্রসঙ্গত, ঢাকার কলাবাগানে তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। গত কয়েকমাস ধরে দফায় দফায় মানববন্ধন করে মাঠের স্থানে থানা ভবন নির্মাণ না করার অনুরোধ জানায় স্থানীয় এলাকাবাসী। সর্বশেষ গত ২৪ এপ্রিল দুপুরে পুলিশ থানা ভবনের নির্মাণের জন্য মাঠে ইট-সুরকি ফেললে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্য সৈয়দা রত্না ঘটনাস্থলে গিয়ে ফেসবুকে একটি লাইভ করছিলেন। লাইভ চলাকালীন তাকে কয়েকজন মহিলা পুলিশ টেনে-হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর তার ছেলে প্রিয়াংসুকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মা-ছেলেকে আটক পরবর্তী বিষয়টি নিয়ে অনলাইন ও অফলাইনে প্রতিবাদের মুখে ঐদিন রাত ১২ টায় মুচলেকা নিয়ে সৈয়দা রত্না ও তাঁর ছেলে প্রিয়াংসুকে ছেড়ে দেয় পুলিশ

Screnshot from BBC News

উল্লেখ্য, তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি নিয়ে গতকাল ২৭ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে বসেন সুশীল সমাজের প্রতিনিধিরা। 

বৈঠক শেষে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, “আমরা স্পষ্ট করে বলেছি যে এখানে যে কাজটা (নির্মাণকাজ) হচ্ছে, তা দ্রুত বন্ধ করাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে এবারের ঈদের জামাত যাতে ওখানেই হয়, যেটা সব সময় হয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। বিকল্প জায়গা (থানার জন্য) খুঁজবেন। আমাদেরও বলেছেন, বিকল্প জায়গা খুঁজতে সহায়তা করতে।”

পরবর্তীতে, আজ ২৮ এপ্রিল দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন,

“২০১৭ সালে আমরা ওই জায়গাটির জন্য এপ্লাই (আবেদন) করেছি। খোঁজ নিয়ে দেখলাম ওই এলাকায় খেলার জায়গাই নেই। প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন, যেহেতু খালি জায়গা নেই, বিনোদনের কিছু নেই সেজন্য তিনি বলেছেন পুলিশের জমি সেভাবে থাকুক। কোনো কনস্ট্রাকশন যেন না হয়। যেভাবে চলছে চলতে থাকুক।”

সুতরাং, কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে এক শিশুর প্রতিবাদী বক্তব্য দাবিতে কয়েক বছর আগে পুরান ঢাকার বকশীবাজার মাঠ রক্ষা আন্দোলনে দেওয়া শিশুর বক্তব্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img