সম্প্রতি ‘ঘূর্ণিঝড়ের মধ্যেই বিএনপি-আ’লীগ মারামারি, লাশের মিছিল দেখুন’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো মারামারি ক ঘটনা ঘটেনি বরং অধিক ভিউ পাবার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিএনপির বিক্ষোভ সমাবেশের আলাদা সংবাদের সাথে ঘূর্ণিঝড় মোখার সংবাদ এবং ইসরাইলের হামলায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনি নিহতের সংবাদ পাশাপাশি রেখে প্রচার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
গত ১৩ মে News Plus নামের একটি ফেসবুক পেজ থেকে ‘ঘূর্ণিঝড়ের মধ্যেই বিএনপি-আ’লীগ মারামারি, লাশের মিছিল দেখুন’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে ঘূর্ণিঝড় মোখার দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাঠি হাতে রাস্তায় নামার ছবি যুক্ত করে ৭ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি কয়েকটি প্রতিবেদন নিয়ে তৈরি একটি নিউজ বুলেটিন ভিডিও। উক্ত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। তবে সেখানে কোথাও ঘূর্ণিঝড়ের মধ্যে আওয়ামী ও বিএনপি মারামারিতে লাশের মিছিল সম্পর্কিত কোনো সংবাদ পাঠ করা হয়নি। তবে বিস্তারিত সংবাদ পাঠের ৪ মিনিট ৩২ সেকেন্ড থেকে ৫ মিনিট ৩৫ সেকেন্ড অংশে বিএনপির বিক্ষোভ সমাবেশের বিষয়ে বলা হয়।
এবিষয়ে সংবাদপাঠে বলা হয়, বর্তমান সরকারের পদত্যাগ দাবি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা ১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র সদস্য ও অঙ্গ সংগঠন নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
উক্ত প্রতিবেদনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে গত ১৩ মে মূলধারার গণমাধ্যম ঢাকা টাইমস এর অনলাইন সংস্করণে
‘নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের পদত্যাগ দাবি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা ১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র সদস্য ও অঙ্গ সংগঠন নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ঢাকা টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি দাবিকৃত ভিডিওতে প্রতিবেদনের শেষ অংশ পর্যন্ত হুবহু পাঠ করা হয়েছে।
এছাড়াও ভিডিও’র ৫ মিনিট ৩৮ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩৪ সেকেন্ড অংশে ইসরাইলের হামলায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনি নিহতের বিষয়ে সংবাদ পাঠ করা হয়।
এবিষয়ে সংবাদপাঠে বলা হয়, “অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন।”
খবরে বলা হয়েছে, “শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। নিহত কমান্ডারের আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। গাজাভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। এ ছাড়া ১৪৭ জন আহত হয়েছেন।অপরদিকে ইসরাইলি বাহিনী গাজার আবাসিক এলাকাগুলো যে হামলা চালিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ ইসরাইলের গভীরে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।”
পরবর্তীতে উক্ত প্রতিবেদনের সূত্রধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম যুগান্তরের অনলাইন সংস্করণে গত ১৩ মে ‘৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, “অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ নিয়ে গত চার দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছেন। খবর বিবিসি, আল জাজিরা।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, “সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন।”
খবরে বলা হয়েছে, “শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। নিহত কমান্ডারের আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি।”
গাজাভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। এ ছাড়া ১৪৭ জন আহত হয়েছেন।
অপরদিকে ইসরাইলি বাহিনী গাজার আবাসিক এলাকাগুলো যে হামলা চালিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ ইসরাইলের গভীরে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।”
রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনটি দাবিকৃত ভিডিওতে প্রতিবেদনের শেষ অংশ পর্যন্ত হুবহু পাঠ করা হয়েছে। এছাড়াও প্রচারিত ভিডিওতে ব্যবহৃত এই সংবাদের অংশের ছবিও উক্ত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।
পাশাপাশি, মূল ধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সম্প্রতি ঘূর্ণিঝড় চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো মারামারিরসংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রচারিত ভিডিও’র বিস্তারিত প্রতিবেদন এবং এবিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, ঘূর্ণিঝড়ের সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মারামারি এবং এতে লাশের মিছিল নিয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
মূলত, সম্প্রতি নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং ইসরাইলের হামলায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনির নিহতের ঘটনা ঘটেছে। তবে উক্ত ঘটনা দুইটিকে পাশাপাশি প্রচার করতে গিয়ে একটি নিউজ বুলেটিন ভিডিওতে ‘ঘূর্ণিঝড়ের মধ্যেই বিএনপি-আ’লীগ মারামারি, লাশের মিছিল দেখুন’ শীর্ষক অপ্রাসঙ্গিক শিরোনাম এবং থাম্বনেইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাঠি হাতে রাস্তায় নামার ছবি যুক্ত করে ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে চটকদার ক্যাপশন এবং থাম্বনেইল ব্যবহার করে অধিক ভিউ পাবার আশায় উক্ত দাবিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ মে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ভূমিকা রাখতে সিরাজগঞ্জে বেলকুচিতে ছাত্রলীগের ডাকা সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং এতে ১৭ জন আহত হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যাপশন এবং থাম্বনেইলে চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব ঘটনা নিয়ে পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং ইসরাইলের হামলায় ৪ দিনে ৩৩ ফিলিস্তিনির নিহতের ঘটনার দুইটি সংবাদকে পাশাপাশি রেখে ‘ঘূর্ণিঝড়ের মধ্যেই বিএনপি-আ’লীগ মারামারি, লাশের মিছিল দেখুন’ শীর্ষক শিরোনাম এবং থাম্বনেইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যের সাথে বাংলাদেশের মানুষের লাঠি হাতে রাস্তায় নামার ছবি যুক্ত করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ঢাকা টাইমস: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
- যুগান্তর: ৪ দিনে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত
- রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান