গত ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানিয়েছেন- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শ্রদ্ধা জানানোর এই ভিডিওটি গত ৭ই মার্চের নয় বরং, ২০২৪ সালের জুন মাসে দায়িত্ব গ্রহণের পর সেনাপ্রধানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রচারিত ভিডিওটিতে থাকা মূল ধারার গণমাধ্যম সময় টিভির লোগোর সূত্র ধরে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ জুন ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা | General Waker-uz-Zaman | New Army Chief’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিও থেকে জানা যায়, সে বছরের ২৪ জুন নতুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এছাড়াও, সময় টিভির ফেসবুক পেজে ২০২৪ সালের ২৪ জুন উক্ত ঘটনার লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ৭ই মার্চ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা জানানোর পুরোনো ভিডিওকে গত ৭ মার্চের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- SOMOY TV: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা | General Waker-uz-Zaman | New Army Chief
- SOMOY TV: Facebook Live Video