গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর ছুড়ে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে। উক্ত ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিএনপির নামে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।
এরই প্রেক্ষিতে সেই সময় একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ঝিনাইদহে বিএনপির অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে সাধারণ জনতা এবং কিছু কিছু পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশিবির আগুন দিয়েছে বলেও দাবি করা হয়।

সাধারণ জনতা আগুন দিয়েছে দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ),
এনসিপি ও শিবির আগুন দিয়েছে দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
টিকটকে প্রচারিত দাবি দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ঝিনাইদহে বিএনপির অফিস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশিবির কিংবা সাধারণ জনতা কর্তৃক ভাঙচুর ও আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাছাড়া, ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ঝিনােইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটি সেই ঘটনারই দৃশ্য।
শুরুতেই ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অফিস বা কার্যালয়টির সাইনবোর্ডে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা কার্যালয়’ লেখা দেখতে পাওয়া যায়।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির বিষয়ে ঝিনাইদহের সাংবাদিক মাহমুদ হাসান টিপু -এর ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ জুলাই প্রকাশিত একটিপোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে আলোচিত ভিডিওটি যুক্ত করে ক্যাপশনে বলা হয়, ‘২০২৪ সালের ৪ আগষ্ট ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপি অফিসে আওয়ামী লীগের ক্যাডাররা আগুন ধরিয়ে দেয়। এবার “ঝিনাইদহে এনসিপি ও শিবির কর্মিরা বিএনপির অফিসে আগুন ধরিয়ে দিয়েছে” শিরোনামে সেই ০৪ আগষ্টের ভিডিওটি দেখিয়ে গুজব ছড়াচ্ছে “প্রতিবাদি কন্ঠ” নামে একটি আইডি —অথচ এমন কোনটাই ঘটেনি!!’
এছাড়াও, গত ১২ জুলাই ‘উৎসব জাহান’ নামের ফেসবুক অ্যাকউন্ট থেকে প্রকাশিত এক পোস্টেও উক্ত ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনা বলে দাবি করা হয়।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘৪ আগস্ট ২০২৪
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে স্বৈরাচারীদের সন্ত্রাসী হামলা,,,’
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) -এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ আগস্ট ‘ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের থানা রোডস্থ বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরবর্তীতে, আলোচিত দাবিটি প্রচারের সময় কালিগঞ্জ বিএনপির কার্যালয়ের অবস্থা সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘সবুজ বাংলা টিভি’ নামক ফেসবুক পেজে গত ১২ জুলাই ‘কালিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে হা/ম/লা-ভাং/চু/রে/র গুজব,,,’ শিরোনামে একটি ভিডিও প্রচার করতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে হা/ম /লা ভাং/চু/রে/র একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। প্রচার করা ভিডিওটি গত বছরের ৪ আগস্টের ২০২৫। সম্প্রতি এমন কোন ঘটনা ঘটেনি। শনিবার (১২ জুলাই) বিকেল ৬ টার দিকে গিয়ে দেখা যায়, সেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন।’
অর্থাৎ, উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত যে ভিডিওটি ২০২৪ সালে ০৪ আগস্টের। সেসময় জামায়াত, এনসিপি কিংবা সাধারণ জনতা ন বরং, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছিল।
এছাড়া, জাতীয় দৈনিক কালের কন্ঠের ওয়েবসাইটে গত ১২ জুলাই ‘বিএনপির কার্যালয় পোড়ানোর পুরনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সম্প্রতি ঝিনাইদহে বিএনপির কার্যালয় পোড়ানো এবং ভাংচুর দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘শনিবার (১২ জুলাই) বিকেলে ওই কার্যালয়ে দেখা যায়, ভবনটি নতুন করে সংস্কার করা হয়েছে। নেতাকর্মীরা অনেকে সেখানে আড্ডা দিচ্ছেন।’
সুতরাং, গেল জুলাই মাসে ঝিনাইদহে বিএনপির অফিস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশিবির কিংবা সাধারণ জনতা ভাঙচুর করে আগুন দিয়েছে শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Mahmud Hassan Tipu : Facebook Post
- উৎসব জাহান : Facebook Post
- BSS : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা
- সবুজ বাংলা টিভি : কালিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ে হা/ম/লা-ভাং/চু/রে/র গুজব,,,
- Kaler Kantho : বিএনপির কার্যালয় পোড়ানোর পুরনো ভিডিও ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি