সম্প্রতি “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জামিন মঞ্জুর হয়েছে।” শীর্ষক একটি দাবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন মঞ্জুরের দাবিটি সঠিক নয় বরং কারাগারে থাকা মির্জা ফখরুলের জামিনের শুনানি হবে আগামী ১২ ডিসেম্বর সোমবার।
অনুসন্ধানে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে পুলিশ আটক করেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।
পরবর্তীতে ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানোর কথা জানায় ডিবি পুলিশ।
গ্রেফতারের পর জামিনের জন্য আবেদন করা হয়েছিল কিনা এমন তথ্যের অনুসন্ধানে জানা যায়, একই দিন (৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অর্থাৎ, মির্জা ফখরুলের জামিন আবেদন মঞ্জুর হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।
গুজবের সূত্রপাত কীভাবে?
ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে গত ১০ ডিসেম্বর প্রথম এ বিষয়ে ‘The Message’ নামক একটি পেজে উক্ত তথ্য সম্বলিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

জামিনের শুনানি আগামীকাল সোমবার
জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র ওয়েবসাইটে আজ (১১ ডিসেম্বর) “কাল ফখরুল-আব্বাসের জামিন শুনানি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, “পল্টন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন করা হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করা হয়েছে। আগামীকাল সোমবার (১২ ডিসেম্বর) জামিন আবেদন বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন আদালত।”

মূলত, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু ১০ ডিসেম্বর রাত থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জামিন মঞ্জুর হয়েছে দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, বেশ কিছু দাবিতে বিএনপি ৯টি বিভাগীয় (সাংগঠনিক বিভাগসহ) গণসমাবেশের আয়োজনের পাশাপাশি ১০ ডিসেম্বর ঢাকাতেও গণসমাবেশ আয়োজন করে দলটি। এ সমাবেশকে ঘিরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে পুলিশ ও বিএনপির মধ্যে গত ৭ ডিসেম্বর সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।
সুতরাং, কারাগারে আটক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জামিন মঞ্জুর হয়েছে দাবি করে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- RTV Online: জামিন নামঞ্জুর, কারাগারে ফখরুল-আব্বাস
- প্রথম আলো: কাল ফখরুল-আব্বাসের জামিন শুনানি