ডিবি হেফাজতে অভিনেত্রী শাওনের অসুস্থ হওয়ার ভুয়া দাবিতে পুরোনো ছবি প্রচার 

জিজ্ঞাসাবাদের জন্য অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে গত ০৬ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই প্রেক্ষিতে ‘ডিবি হেফাজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শাওন’ শীর্ষক দাবিতে মেহের আফরোজ শাওনের হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেহের আফরোজ শাওনের ডিবি হেফাজতে অসুস্থ হয়ে পড়ার দাবিটি সত্য নয় বরং, উক্ত দাবিতে প্রচারিত ছবিটি ২০১৬ সালের। তাছাড়া, উক্ত দাবিটি সঠিক নয় বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৬ সালের ১৯ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সাথে আলোচিত আলোচিত ছবিটির মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner 

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, সে সময়ে অ্যালার্জিজনিত সমস্যার জন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত ছবিগুলো ধারণ করা হয়েছিলো৷ 

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে জানতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। তাকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

শাওনের ডিবির হেফাজত থেকে মুক্তির বিষয়টি গণমাধ্যমেও এসেছে।  

সুতরাং, ডিবি হেফাজতে থাকা অবস্থায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img