মেহজাবিনের আপত্তিকর ভিডিও সংক্রান্ত ২ বছর পুরোনো সংবাদ অপ্রাসঙ্গিকভাবে পুনরায় প্রচার

সম্প্রতি, “ভাইরাল হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবীন” শীর্ষক শিরোনামে দেশীয় গণমাধ্যম যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে একটি প্রতিবেদন পোস্ট করা হয়।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আপত্তিকর ভিডিও সংক্রান্ত প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয় বরং প্রতিবেদনটি ২ বছর পূর্বের।

যমুনা টিভি’র ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনটিতে প্রবেশ করলে সহজেই দেখা যায় উক্ত সংবাদটি তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বরে প্রথম প্রকাশ করা হয়।

Screenshot from Jamuna TV website

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ‘মেহজাবিন চৌধুরী এর আপত্তিকর ভিডিও ভাইরাল’ সংক্রান্ত প্রকাশিত একাধিক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। দেখুন এখানে, এখানে এবং এখানে

আপত্তিকর
Screenshot from Prothom Alo website

মূলত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর মেহজাবীন চৌধুরী তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ভিডিওটিকে মিথ্যা দাবি করে লিখেছিলেন, “আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না। আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।ধন্যবাদ, মেহজাবীন চৌধুরী

আরো পড়ুনঃ অভিনেত্রী মাহির পুরোনো বক্তব্য বিভ্রান্তিকর শিরোনামে পুনরায় প্রচার

মেহজাবীন চৌধুরীর সেই ফেসবুক পোস্টের ভিত্তিতে সে সময় দেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং যমুনা টেলিভিশন তাদের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বরে একই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটি তারা ২০১৯ সালের ১৭১৮ সেপ্টেম্বরে তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করেছিলো।

তবে, চলতি বছরের ২০ জানুয়ারিতে (বৃহস্পতিবার) যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে ২০১৯ সালের পুরোনো সংবাদটি পুনরায় পোস্ট করা হয় যা খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ফলে ঘটনাটি সাম্প্রতিক সময়ের ভেবে নেটিজেনদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যা পোস্টটির কমেন্ট সেকশন থেকে স্পষ্ট লক্ষণীয়।

বিভ্রান্তির নমুনা

উল্লেখ্য, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর নামে ২০১৯ সালে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের আপত্তিকর ভাইরাল ভিডিওটিকে ভুয়া দাবি করে তিনি দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এরই মধ্যে তিনি জানতে পেরেছেন, তাঁর নাম জড়িয়ে যে আপত্তিকর ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়েছে, সেটি বছরখানেক আগে ভারতের দিল্লিতে ভাইরাল হয়েছিল। মেহজাবীন চৌধুরী বলেন, ‘আধুনিক প্রযুক্তির এই সময়ে আসল তথ্য বের করা খুব কঠিন কাজ? আমার ফ্যান-ফলোয়ারেরা কিন্তু তা বের করে দিয়েছেন।’

সুতরাং, মেহজাবীন চৌধুরীর আপত্তিকর ভিডিও সংক্রান্ত দুই বছর পুরোনো একটি সংবাদ সাম্প্রতিক সময়ে অপ্রাসঙ্গিকভাবে পুনরায় যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারের বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভাইরাল হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবীন
  • Claimed By: Facebook Posts & Media outlets
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Prothom Alo: https://www.prothomalo.com/entertainment/tv/%E2%80%98%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E2%80%99
  2. Ittefaq: https://www.ittefaq.com.bd/entertainment/89156/%E0%A6%85%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8
  3. Bd24live: https://www.bd24live.com/bangla/234467/
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img