সম্প্রতি “মরক্কো ম্যাচের পরে এম্বাপ্পে বলেন;”আমরা খুবই সৌভাগ্যবান যে সর্বকালের সেরা দলের বিপক্ষে ফাইনাল খেলতে পারবো।তাছাড়া তাদের একজন মেসি আছে যাকে আধুনিক ফুটবলের জনক বলা হয়।ফাইনাল নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত এবং ভীতসন্ত্রস্ত।” শীর্ষক শিরোনামের একটি বক্তব্য ফ্রান্সের ফুটবল তারকা এমবাপ্পের নাম উদ্ধৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত বক্তব্যটি ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে বলেন নি বরং কোনোরূপ তথ্যসূত্র ছাড়াই উক্ত বক্তব্যটি ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে, Argentine Legends নামক ফেসবুক পেজে গত ১৫ ডিসেম্বর সকাল ৮ টা ১৮ মিনিটে উক্ত দাবির প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে উক্ত পোস্টের সূত্র ধরেই বিভিন্ন পেজ এবং গ্রুপে এমবাপ্পের নাম উদ্ধৃত করে বক্তব্যটি ছড়িয়ে পড়ে।
তথ্যযাচাই
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে Sports Hub 2M নামক ইউটিউব চ্যানেলে গত ১৫ ডিসেম্বর “France vs Morocco 2-0 | Kylian Mbappe post match interview | Fifa world cup 2022 Qatar” শীর্ষক শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে কিলিয়ান এমবাপ্পে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে উক্ত মন্তব্য করেন নি।

এছাড়াও, মূলধারার গণমাধ্যমে উক্ত বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় নি।
এমনকি কিলিয়ান এমবাপ্পের ভেরিফাইড ফেসবুক পেজ, টুইটার একাউন্টে অনুসন্ধান করেও উক্ত বক্তব্যের কোনো সত্যতা খুঁজে পায় নি রিউমর স্ক্যানার।
মূলত, চলমান কাতার বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও আর্জেন্টিনা। উক্ত প্রেক্ষাপটে ফুটবল বিশ্বে উন্মাদনা বিরাজ করছে। তবে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের নাম উদ্ধৃত করে মেসি এবং আর্জেন্টিনা সম্পর্কে উক্ত বক্তব্যটি ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ভুয়া বক্তব্য প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, মেসি ও আর্জেন্টিনা নিয়ে কিলিয়ান এমবাপ্পের নাম উদ্ধৃত করে উক্ত বক্তব্যটি প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sports Hub 2M : France vs Morocco 2-0 | Kylian Mbappe post match interview | Fifa world cup 2022 Qatar
- ফেসবুক একাউন্ট : Kiliyan Mbappe
- টুইটার একাউন্ট : Kiliyan Mbappe
- রিউমর স্ক্যানার : মেসি-রোনালদোকে নিয়ে এমবাপ্পের নাম উদ্ধৃত করে প্রচারিত বক্তব্যটি বিভ্রান্তিকর