মেসি-রোনালদোকে নিয়ে এমবাপ্পের নাম উদ্ধৃত করে প্রচারিত বক্তব্যটি বিভ্রান্তিকর 

সম্প্রতি “আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ার অনুকরণ করতে চাই… কারণ মেসির অনুকরণ করা অসম্ভব। মেসির মতো ক্যারিয়ার তৈরি করতে আমার জন্য অনেক দেরি হয়ে গেছে।” শীর্ষক শিরোনামের একটি বক্তব্য ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের নাম উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কিলিয়ান এমবাপ্পে উক্ত মন্তব্য করে নি বরং একটি সাক্ষাৎকারের বক্তব্যকে বিকৃত করে অতিরঞ্জিত ভাবে বক্তব্যটি প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম Business Insider এ ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী “Kylian Mbappe said he’s inspired by Cristiano Ronaldo because it’s ‘too late’ for him to be like Lionel Messi” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে এমবাপ্পে জানান,

“It’s already late for me to have a career like Messi,” Mbappe told La Gazzetta dello Sport. “I have to be inspired by Ronaldo’s career.”

যার ভাবার্থ করলে দাঁড়ায়,

মেসির মতো ক্যারিয়ার তৈরি করা ইতিমধ্যে আমার (এমবাপ্পে) জন্য দেরি হয়ে গিয়েছে। আমাকে রোনালদোকে দেখেই উৎসাহিত হতে হবে।

অর্থাৎ, এমবাপ্পে উক্ত বক্তব্যে মেসিকে অনুকরণ করা অসম্ভব বলে নি বরং মেসির ক্যারিয়ারকে অনুকরণ করা এমবাপ্পের জন্য দেরি হয়ে গিয়েছে বলে বুঝায় এমবাপ্পে।

এছাড়াও, এমবাপ্পে আরো বলে, মেসির মতো একই ক্লাবের খেলোয়াড় হয়ে থাকাও এখন এমবাপ্পের জন্য সম্ভব নয়।

এছাড়াও, মেসিকে অনুকরণ করা অসম্ভব এরকম কোনো বক্তব্য এমবাপ্পের নাম উদ্ধৃত করে মূলধারার গণমাধ্যমে পাওয়া যায় নি।
এছাড়াও, ব্রিটিশ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Logically তে ২০২১ এর ২ মার্চ উক্ত বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করা হয়।

উক্ত প্রতিবেদনে বলা হয়,

“However, Mbappe’s statement was misinterpreted. Claims quoted him as saying that he doesn’t want to follow Messi’s career path because it’s “impossible.” Such claims went viral, and the player was criticized over the same.”

অর্থাৎ, এমবাপ্পের বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়। মেসিকে অনুকরণ করা তার (এমবাপ্পের) জন্য অসম্ভব দাবিতে তার নাম উদ্ধৃত করে প্রচারিত হলেও বিষয়টি এভাবে বলেন নি এমবাপ্পে। 

মূলত, মেসির মতো একই ক্লাবের খেলোয়াড় হয়ে দীর্ঘদিন খেলার বিষয়টি এমবাপ্পের জন্য সহজ নয় এবং মেসির মতো ক্যারিয়ার তৈরি করা এমবাপ্পের জন্য দেরি হয়ে গিয়েছে বলে জানান এমবাপ্পে। উক্ত বিষয়টিই বিকৃত করে অতিরঞ্জিতভাবে মেসিকে অনুকরণ করা এমবাপ্পের জন্য অসম্ভব দাবিতে প্রচারিত হচ্ছে। 

সুতরাং, মেসিকে অনুকরণ করা এমবাপ্পের জন্য অসম্ভব বক্তব্যটি এমবাপ্পের নাম উদ্ধৃত করে প্রচারিত হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img