সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পিস্তল হাতে এক যুবকের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি নতুন বাংলাদেশের বর্তমান চিত্র।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময়কার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে মূলধারার গণমাধ্যম সময় টিভির চ্যানেলে ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে ঘটনাটি চট্টগ্রামের বলা হলেও এর বেশি কিছু জানা যায়নি।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক কালবেলার ২০২৪ সালের ২৬ অক্টোবরের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই ব্যক্তির নাম ফিরোজ। ২৪ অক্টোবর ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। কালবেলার এই প্রতিবেদনে দাবি করা হয়, নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া জাহির এলাকায় ‘ডাকাত ফিরোজ’ নামে পরিচিত। মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের হোতা সে। এক সময় সে ‘শিবির ক্যাডার’ হিসেবেও পরিচিত ছিল।
অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়ের।
উল্লেখ্য, গত এপ্রিলে একই ভিডিওকে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের যুবক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়৷
সুতরাং, ২০২৪ সালের কোটা আন্দোলনে চট্টগ্রামে পিস্তল হাতে যুবকের ভিডিওকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।