প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শেখ রাসেলকে নিয়ে বই লিখেননি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের লেখালেখির জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখেছে রিউমর স্ক্যানার৷ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, তিনি শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে বই লিখেছেন। দাবির পক্ষে ‘সবার প্রিয় শেখ রাসেল’ নামে একটি বইয়ের প্রচ্ছদের ছবিও প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

দেশের কিছু অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইটে একই দাবি প্রচার করছে। এমন কিছু ওয়েবসাইট হচ্ছে পিবিএস, ওয়াফিলাইফ, বই বাজার, বইফেরী

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম শেখ রাসেলকে নিয়ে বই লিখেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং একই নামে ভিন্ন আরেক ব্যক্তির লেখা বইকে মাহফুজের বই নামে প্রচার করা হচ্ছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে মাহফুজ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, শেখ রাসেলকে নিয়ে কোনো বই তিনি লিখেননি।

মাহফুজ বলছেন, তিনি দুইটি বই লিখেছেন এবং তার লেখা দুইটি বই হলো: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত (১ম ও ২য় খন্ড)।

Collage: Rumor Scanner 

অনলাইনে বই বিক্রির প্রতিষ্ঠান রকমারির ওয়েবসাইটে মাহফুজের লেখক প্রোফাইলেও শুধু এই দুইটি বই-ই পাওয়া যাচ্ছে। মাহফুজের ফেসবুক পোস্ট সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় খন্ডটি এ বছরের একুশের বইমেলায় প্রকাশিত হয়। 

এই বইয়ে থাকা লেখক পরিচিতি থেকে জানা যাচ্ছে, মাহফুজের জন্ম লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। এই পরিচিতিতে তার একটি বইয়ের (প্রথম খন্ড) তথ্যই উল্লেখ রয়েছে।

Screenshot: Rokomari

অন্যদিকে ‘সবার প্রিয় শেখ রাসেল’ বইটিও রকমারিতে রয়েছে। তবে তা মাহফুজ আলম নামেই অন্য এক লেখকের প্রোফাইলে। উক্ত লেখকের প্রোফাইলে তার একটি ছবি রয়েছে যার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের চেহারার মিল নেই। 

Collage: Rumor Scanner

রিউমর স্ক্যানার শেখ রাসেলকে নিয়ে প্রকাশিত বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বইবাজার প্রকাশনীর সিইও সৈয়দ রবিউজ্জামানের সাথে কথা বলেছে। তিনি নিশ্চিত করেন, দুইজন ভিন্ন ব্যক্তি।

এই লেখক এবং অনুবাদক মাহফুজ আলমের রকমারি প্রোফাইলে শেখ রাসেলের বই ছাড়াও আরও ২৭টি বই রয়েছে। এই প্রোফাইলে পাওয়া তার অনুবাদ করা হাফ গার্লফ্রেন্ড বইয়ে তার একটি লেখক পরিচিতি পাওয়া যায়। এই লেখক পরিচিতি থেকে জানা যাচ্ছে, ১৯৯৩ সালে তিনি রাঙ্গামাটিতে জন্ম নেন। ইংরেজি সাহিত্যে তিনি উচ্চ শিক্ষা অর্জন করেছেন চট্টগ্রাম কলেজ থেকে। তার শেখ রাসেলকে নিয়ে লেখা বই ছাড়াও শেখ মুজিবুর রহমান (ছোটদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও একাধিক বই রয়েছে। 

Screenshot: Rokomari 

এ বিষয়ে জানতে লেখক ও অনুবাদক মাহফুজ আলমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ‘সবার প্রিয় শেখ রাসেল’ বইটি তারই লেখা। 

সুতরাং, একই নামের ভিন্ন একজন লেখক ও অনুবাদকের লেখা ‘সবার প্রিয় শেখ রাসেল’ নামের বইকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের লেখা বই দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img