সম্প্রতি, ‘লুসিয়ানো সানচেজ – আর্জেন্টাইন তরুণ উদীয়মান এই ফুটবলারের পুরো ক্যারিয়ার টাই শেষ করে দিল, মার্সেলো।এমনভাবে পা টা ভেঙ্গে দিয়েছে, দেখলেই শরীরের লোম শিউরে উঠে! ফুটবল খেলা তো দূরে থাক, বাকি জীবনে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সেটাই অনিশ্চিত।এর আগে মেসিকেও কনুই দিয়ে নাকে মুখে আঘাত করে রক্তাক্ত করেছিলো এই রেসলিং প্লেয়ার মার্সেলো।’ শীর্ষক শিরোনামে ফুটবলার লুসিয়ানো সানচেজের পায়ের ইঞ্জুরির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লুসিয়ানো সানচেজের পায়ের ইঞ্জুরির দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি সানচেজের নয় বরং এই ঘটনাটির অনেক আগে থেকেই ছবিটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিশ্বের দ্রুত বর্ধনশীল মেডিকেল লানিং কমিউনিটি MEDizzy এর ওয়েবসাইটে Medicalpedia নামক আইডি থেকে Bike accident resulting in severe knee dislocation শীর্ষক শিরোনামে 2020 সালে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে ব্যবহার করা ছবিটির সাথে লুসিয়ানো সানচেজের পায়ের ইঞ্জুরির দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুসিয়ানো সানচেজের পায়ের এক্সে-রে’র ছবি দাবিতে আরেকটি ছবি প্রচার করা হচ্ছে।

ছবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, চিলির খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম Deportes 13 এর একটি ছবি গুগল ইমেজে খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবিটির সাথে যুক্ত লিংকে ক্লিক করলে Deportes 13 এর ওয়েবসাইটে The chilling image that comes to light about the injury of Luciano Sánchez caused by Marcelo in Copa Libertadores শীর্ষক শিরোনামে গত ৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে লুসিয়ানো সানচেজের পায়ের এক্স-রে দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটির সাথে হুবহু মিল পাওয়া যায়। সেখানে বলা হয় উক্ত ছবিটি দূঘর্টনা পরবর্তী লুসিয়ানো সানচেজের পায়ের এক্স-রে’র ছবি।

পরবর্তী অনুসন্ধানের প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে OUL নামের ব্রাজিলিয়ান একটি গণমাধ্যমর ওয়েবসাইটে Website shows how the knee of a player injured by Marcelo would have looked শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজের দুঘটনা পরবর্তী পায়ের ছবি এবং তার পায়ের এক্স-রে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও পরবর্তীতে কিভাবে স্ক্রুর সাহায্যে অপারেশনের মাধ্যমে সানচেজের হাটু জোড়া লাগানো হয়েছে তারও একটি ছবি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদ মাধ্যমটি ছবির সূত্র হিসেবে Reproduction/Daily Stars নামটি ব্যবহার করেছে।
ছবিরগুলোর সূত্রের সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ব্রিটেনের ট্রাবলয়েড পত্রিকা Daily Star এর অনলাইন পোর্টালে ‘Horrific new pics and X-rays of ‘worst injury ever’ show extent of Marcelo’s tackle’‘ শীর্ষক শিরোনামে গত ৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ব্রাজিলিয়ান গণমাধ্যমে ব্যবহৃত লুসিয়ানো সানচেজের পায়ের ছবিগুলো দেখা যায়।

অর্থাৎ, লুসিয়ানো সানচেজের পায়ের ইঞ্জুরির ছবি দাবিতে প্রচারিত ছবিটি বহু আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান তবে তার পায়ের এক্স-রে’র ছবি দাবিতে প্রচারিত অপর ছবিটি বর্তমান সময়ের এবং সেটি লুসিয়ানো সানচেজের ইঞ্জুরির এক্স-রের প্রকৃত ছবি।
মূলত, গত ০১ আগস্ট কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার ম্যাচে ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের ডিফেন্স ট্যাকেল করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সানচেজের পায়ে আঘাত করেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো। মর্মান্তিক এই দূঘর্টনার ভিডিও রাতারাতি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তবে এর পাশাপাশি সানচেজের পায়ের ইঞ্জুরির এবং এক্স-রের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ব্যাপক প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায়, সানচেজের পায়ের ইঞ্জুরির ছবি দাবিতে প্রচারিত ছবিটি প্রায় তিন বছর আগে থেকে ইন্টারনেটে বিদ্যমান। কিন্তু তার পায়ের এক্স-রের ছবি দাবিতে প্রচারিত ছবিটি বর্তমান সময়ের এবং সেটি সানচেজের পায়ের এক্স-রের প্রকৃত ছবি।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে লুসিয়ানো সানচেজের পায়ের ইঞ্জুরির ছবি দাবিতে পুরোনো ছবি ব্যবহার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- MEDizzy website: Post
- Deportes 13 website: Post
- UOL website: Photo shows pins used to reconstruct Sanchez’s knee (uol.com.br)
- Daily Star website: Horrific new pics and X-rays of ‘worst injury ever’ show extent of Marcelo’s tackle – Daily Star
- Rumor Scanner’s Own Analysis