লিটন দাস বাংলাদেশ দলের একমাত্র হিন্দু ক্রিকেটার নন, স্কোয়াড থেকে বাদ পড়ার কারণও ধর্মীয় নয়

গত ১২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের নাম নেই। এরই প্রেক্ষিতে তাকে স্কোয়াড থেকে তার বাদ দেওয়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলা হয়েছে, তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র হিন্দু ক্রিকেটার।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র হিন্দু ক্রিকেটার নয় এবং তিনি ধর্মীয় কারণে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েননি বরং, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক ক্রিকেটার সৌম্য সরকারও হিন্দু ধর্মাবলম্বী, যিনি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাছাড়া, লিটন কুমার দাস নিজেই বলেছেন, তিনি আশানুরূপ পারফর্ম না করার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি প্রকাশিত চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ ক্রিকেট টিমের স্কোয়াড তালিকা খুঁজে পাওয়া যায়।

Screenshot: BCB

উক্ত তালিকায় দ্বিতীয় নম্বরে বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারের নাম খুঁজে পাওয়া যায়, যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী।

এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটেও উক্ত তালিকাটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: ICC

অর্থাৎ, লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র হিন্দু ক্রিকেটার নয়। 

তাছাড়া, আলোচিত পোস্টে হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাস চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছেন বলে দাবি করা হলেও এ প্রসঙ্গে লিটন কুমার দাস নিজেই বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।”

সুতরাং, লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একমাত্র হিন্দু ক্রিকেটার এবং তিনি ধর্মীয় কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img