লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে এমিলিয়ানো মার্টিনেজের ছবি গণমাধ্যমে 

সম্প্রতি, আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে কতিপয় গণমাধ্যমের ফিচারে একটি কাপল ছবি ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু সংবাদ দেখুন যুগান্তর, জুম বাংলা এবং বাংলা ম্যাগাজিন

এ বিষয়ে গণমাধ্যমের ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে কতিপয় গণমাধ্যমে প্রচারিত ছবিটি লাওতারো ও তার স্ত্রীর নয় বরং এটি তার সতীর্থ আরেক আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ এবং তার স্ত্রীর ছবি, যারা ২০১৭ সালেই বিয়ে করেছেন।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ব্রিটিশ সংবাদমাধ্যম The Sun এর ওয়েবসাইটে গত ৩০ মে  প্রকাশিত একটি প্রতিবেদন থেকে লাওতারোর বিয়ের বিষয়ে জানা যায়।

সম্প্রতি ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন লাওতারো। সান এর প্রতিবেদনে লাওতারোর বিয়ের অনুষ্ঠানে আসা তার সতীর্থ এমিলিয়ানো এবং তার স্ত্রীর ছবি খুঁজে পাওয়া যায়, যা কতিপয় গণমাধ্যমের প্রতিবেদনে লাওতারোর বিয়ের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।  

Screenshot: The Sun

সান এর প্রতিবেদনের সূত্র ধরে আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ মে প্রকাশিত তার বিয়ের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। সেখানে তার বিয়েতে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান তিনি।

Screenshot: Lautaro Martinez Instagram 

পরবর্তীতে লাওতারো মার্টিনেজের সতীর্থ  এমিলিয়ানো মার্টিনেজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ৩০ মে লাওতারোর বিয়েতে তোলা কিছু ছবি খুঁজে পাওয়া যায়। আলোচিত ছবিটিও সেখানে ছিল। 

Screenshot: Emiliano Martinez  Instagram

ছবিটির ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখা “felicidades lautaro martinez agus gandolfo” বাক্যটি বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, অভিনন্দন লাওতারো মার্টিনেজ ও অগাস গান্দোলফোর।

অর্থাৎ, কতিপয় গণমাধ্যমে লাওতারো বিয়ের খবরের ফিচারে যে ছবি ব্যবহার করা হয়েছে তা লাওতারো ও তার স্ত্রীর নয়। 

পরবর্তীতে আরও অনুসন্ধান করে ভারতীয় সংবাদমাধ্যম Times of India-র ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়, আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ২০১৭ সালের ২২ মে বিয়ে করেছেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। 

Screenshot: Times of India

মূলত, সম্প্রতি আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের বিয়ের খবরে কতিপয় গণমাধ্যমে গণমাধ্যমের ফিচারে একটি কাপল ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ছবিটি লাওতারো ও তার স্ত্রীর নয়। প্রকৃতপক্ষে, লাওতারোর বিয়েতে উপস্থিত থাকা আরেক আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও তার স্ত্রীর ছবিকে লাওতারোর বিয়ের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, আর্জেন্টাইন ফুটবলার লাওতারো মার্টিনেজের ছবি দাবিতে তার সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img