কুয়েটের ঘটনায় হাসনাত আবদুল্লাহ ও ছাত্রদলকে জড়িয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে গতকাল ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যাতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। উক্ত কর্মসূচিতে অন্যান্যদের পাশাপাশি বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

এর প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ ‘শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ এবার সময় এসেছে সন্ত্রাসী ছাত্রদলের কবর রচনা করার, যেখানেই ছাত্রদল সেখানেই প্রতিরোধ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ কুয়েটের ঘটনায় ছাত্রদলকে উদ্দেশ্যে করে ‘শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ এবার সময় এসেছে সন্ত্রাসী ছাত্রদলের কবর রচনা করার, যেখানেই ছাত্রদল সেখানেই প্রতিরোধ’ শীর্ষক মন্তব্য করেননি এবং প্রথম আলোও উক্ত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত ওইদিন প্রচারিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়।

Photocard Comparison by Rumor Scanner 

পরবর্তী অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ‘কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ছাত্রদলের উদ্দেশে ‘চাপাতির রাজনীতি ক্যাম্পাসে আবার রিইনস্টল (পুনরায় প্রতিষ্ঠা) করতে চাইলে ছাত্রলীগ গেছে যে পথে, আপনারা যাবেন সে পথে।’ শীর্ষক কথা বলেছেন। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, হাসনাত আবদুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ্য করে আরও বলেন ‘গত ১৬ বছরে যে নির্যাতন হয়েছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হবেন না। মজলুম জালিম হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে সম্মান জানাই। একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ১৮ ফেব্রুয়ারি প্রচারিত হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পুরো ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তার পুরো বক্তব্যেও উক্ত দাবির কোনো মন্তব্য করতে শোনা যায়নি। 

সুতরাং, হাসনাত আবদুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ্য করে ‘শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ এবার সময় এসেছে সন্ত্রাসী ছাত্রদলের কবর রচনা করার, যেখানেই ছাত্রদল সেখানেই প্রতিরোধ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img