শনিবার, মে 24, 2025

কলকাতায় চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে বিক্ষোভ দাবিতে নেপালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি, তার মুক্তি চেয়ে কলকাতায় বিক্ষোভ মিছিল করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় অনুষ্ঠিত কোনো বিক্ষোভ সমাবেশের নয়। বরং, নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে MR vlogger নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৬ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম ভাষান্তরের মাধ্যমে জানা যায়, এটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে  আরপিপি-র আয়োজিত একটি মোটরসাইকেল র‌্যালির দৃশ্য। পাশাপাশি ভিডিওটির শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের গায়ে NEPAL POLICE লেখা দেখতে পাওয়া যায়।

Screenshot: Youtube

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে নেপালি গণমাধ্যম Setopati এর ওয়েবসাইটে গত ৫ মার্চ RPP holds motorcycle rally from Baber Mahal to Narayanhiti (Pictures) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Setopati

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৫ মার্চ নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি রাজধানী কাঠমান্ডুর বাবর মহল থেকে নারাণয়হিতি পর্যন্ত একটি মোটরসাইকেল র‌্যালি করে। 

এছাড়াও এ ঘটনায় অন্য আরেকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মূলত র‌্যালিটির মাধ্যমে নেপালে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, হিন্দু রাষ্ট্র, প্রদেশ বিলোপ, দুর্নীতির অবসান এবং আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়।

সুতরাং, নেপালের ভিডিওকে কলকাতায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img