গত ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বি ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে হওয়া সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-এর নিহত হওয়ার সাথে ইসকন জড়িত এবং এ হত্যাকাণ্ডের জন্যে ইসকনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে দাবিতে একটি প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এক্স-এ প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে ইসকনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন করার দাবিটি সঠিক নয়। বরং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বা জিকে সম্পর্কিত প্রস্তুতিমূলত গাইড ‘খন্দকার’স সিরিজের DU Recent Vaccine’ এর সাম্প্রতিক বিষয়াবলির একটি পৃষ্ঠার ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে প্রচারিত প্রশ্নপত্রের ছবিটি পর্যালোচনা করে এর উপরের অংশে DU Recent Vaccine শীর্ষক একটি লেখা দেখতে পায় রিউমর স্ক্যানার। পরবর্তী অনুসন্ধানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ক প্রস্তুতির গাইড ‘খন্দকার’স GK’ এর ফেসবুক পেজে গত ২২ জানুয়ারি এই বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের B-ইউনিটে সাম্প্রতিক প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। শীর্ষক শিরোনামে প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটি পর্যালোচনা করে দেখা যায়, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্যে খন্দকার’স সিরিজের DU Recent Vaccine নামের একটি সাধারণ জ্ঞান বিষয় গাইড বইয়ের ছবি প্রচার করা হয়েছে। উক্ত পোস্টের মাধ্যমে দাবি করা হয়, এতে প্রচারিত গাইড বইয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি-ইউনিটের পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে কোনো প্রশ্ন আসবে না।
পরবর্তীতে উক্ত গাইড বইয়ের ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, গাইড বইটির ৭৮ নাম্বার পৃষ্ঠায় থাকা ১৭৯ নাম্বার প্রশ্নটির সাথে আলোচিত প্রশ্নপত্রের প্রশ্নের মিল রয়েছে।

এছাড়াও উক্ত প্রশ্নের আগে পরের অন্যান্য প্রশ্ন, পৃষ্ঠার উপরের DU Recent Vaccine, পেজ নাম্বার এবং প্রশ্ন নাম্বার সবই আলোচিত প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে। যা থেকে এটিই প্রতিয়মান হয় যে, উক্ত গাইড বইয়ের ছবিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ক প্রস্তুতিমূলক গাইড ‘খন্দকার’স সিরিজের DU Recent Vaccine’ এর ছবিকে ঢাবির বি-ইউনিটের প্রশ্নপত্র দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- খন্দকার’স GK Facebook Page Post