দৈনিক ইত্তেফাকের নাম এবং খালেদা জিয়ার ছবি যুক্ত করে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, “পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের পতাকা দেখতে চাইলে, বাংলাপক্ষের মতো ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাত মজবুত করে তুলুন।” শীর্ষক শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিসহ একটি প্রতিবেদনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ভুয়া মন্তব্য

ফেসবুক প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের পতাকা দেখতে চাইলে, বাংলাপক্ষের মতো ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাত মজবুত করে তুলুন” শীর্ষক শিরোনামে ইত্তেফাক কোনো সংবাদ প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিসহ উক্ত প্রতিবেদনের স্ক্রিনশটটি এডিটেড।

অনুসন্ধানের শুরুতে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। স্ক্রিনশটটি লক্ষ্য করে দেখা যায় প্রচারিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ ২৩ জুলাই ২০২৩ উল্লেখ করা। 

স্ক্রিনশটটির সত্যতা যাচাইয়ে স্ক্রিনশটে থাকা তারিখ এবং দৈনিক ইত্তেফাকের নামের সূত্র ধরে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে থাকা প্রিন্টের আর্কাইভে গত ২৩ জুলাইয়ের প্রকাশিত সংবাদগুলোর প্রথম প্রকাশ এবং দ্বিতীয় প্রকাশ পর্যালোচনা করে উক্ত শিরোনামে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, অনুসন্ধানে ইত্তেফাকের অনলাইন ভার্সন এবং ফেসবুকে পেজে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, উক্ত দাবিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনটির অধিকতর সত্যতা যাচাইয়ের জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে দেশের অন্য কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনের স্ক্রিনশটের সত্যতা যাচাইয়ের জন্য দৈনিক ইত্তেফাক ডিজিটাল এর নিউজ এডিটর শান্তনু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ ধরনের কোনো নিউজ আমাদের প্রকাশ হয়নি। এটি ইত্তেফাকের নাম দিয়ে অপপ্রচার।”

মূলত, সম্প্রতি ‘পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের পতাকা দেখতে চাইলে, বাংলাপক্ষের মতো ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাত মজবুত করে তুলুন’ শীর্ষক শিরোনামে ‘২৩ জুলাই ২০২৩ তারিখ উল্লেখ করে খালেদা জিয়ার ছবিসহ একটি প্রতিবেদনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, গত ২৩ জুলাই সহ অন্যান্য তারিখেও দৈনিক ইত্তেফাকের প্রিন্ট এবং অনলাইন ভার্সনে উক্ত তথ্য সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। দৈনিক ইত্তেফাক ডিজিটাল এর নিউজ এডিটর শান্তনু চৌধুরী উক্ত স্ক্রিনশটে থাকা প্রতিবেদন ইত্তেফাক প্রকাশ করেনি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, পূর্বে প্রথম আলো’র সংবাদ বিকৃত করে খালেদা জিয়ার মৃত্যুর গুজব প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, দৈনিক ইত্তেফাকের নাম উল্লেখ করে ‘পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশের পতাকা দেখতে চাইলে, বাংলাপক্ষের মতো ভারতের সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হাত মজবুত করে তুলুন’ শীর্ষক শিরোনামে বেগম খালেদা জিয়ার ছবিসহ দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img