খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটি প্রায় ১১ বছর পুরানো

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্রে বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

২০১৬ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

২০১৭ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কিত প্রতিবেদনটি বর্তমান সময়ের নয় বরং ২০১২ সালে গণমাধ্যমটি বাংলাদেশের দশম নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার ব্যাপারে সম্ভাবনার কথা জানিয়ে ভারত সরকারের উদ্বেগের দাবিতে প্রতিবেদন প্রকাশ করেছিল।

  • টাইমস অব ইন্ডিয়ায় সম্প্রতি এমন কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি

দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি খালেদা জিয়া বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে শীর্ষক কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না তা নিয়ে অনুসন্ধান করে।

Screenshot: Times of India

তবে অনুসন্ধানে গণমাধ্যমটিতে খালেদা জিয়াকে নিয়ে সাম্প্রতিক সময়ে উল্লেখিত দাবিতে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি, বরং গণমাধ্যমটিতে খালেদা জিয়াকে নিয়ে সবশেষ প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বরে।

Screenshot: Times of India

সেই সময়ে গণমাধ্যমটি খালেদা জিয়া শাস্তি বাড়ানোর বিষয়ে ‘Bangladesh’s former premier Khaleda Zia’s sentence stayed for another 6 months‘ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। 

  • উক্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধান

পরবর্তীতে রিউমর স্ক্যানার টিম টাইমস অব ইন্ডিয়ার বরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রচারিত তথ্যটির উৎস অনুসন্ধান করে।

এক্ষেত্রে ফেসবুকের নিজস্ব মনিটরিং টুলের ব্যবহার ও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি ২০১৬ সাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। 

এ নিয়ে অনুসন্ধানে ফেসবুকে ২০১৬ সালের ২৩ অক্টোবর Kamal Shak নামের একটি অ্যাকাউন্টে ‘ভারতের টাইমস অব ইন্ডিয়ার মন্তব্য ,, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী!!‘ শীর্ষক শিরোনামে প্রচারিত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Kamal Shak Facebook Post

পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের মূলধারার একটি জাতীয় দৈনিক ইনকিলাবের ডেস্ক নিউজ সূত্রে একটি সংবাদের ছবি প্রচার করা হচ্ছে। সংবাদের ছবিতে প্রদত্ত শিরোনামটি হচ্ছে,  ‘ভারতের টাইমস অব ইন্ডিয়ার মন্তব্য…..বেগম খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী।’ 

তবে অনুসন্ধানে এইদিন অর্থাৎ ২০১৬ সালের ২৩ অক্টোবর পত্রিকাটিতে এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

Screenshot: Daily Inqilab epaper

পরবর্তীতে দাবিটি নিয়ে অধিকতর অনুসন্ধানে ২০১২ সালের পহেলা সেপ্টেম্বর bdtoday নামের একটি ওয়েবসাইটে ‘খবর এখন দুর্নীতির‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: BD Today

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ আগস্ট ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ‘ইন্ডিয়ান ওয়ারিস কুড মাউন্ট উইথ খালেদা জিয়াস এক্সপেকটেড রিটার্ন টু পাওয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্রে সংবাদ প্রকাশ করে দেশীয় একাধিক গণমাধ্যম। এর মধ্যে ইনকিলাব ‘বেগম খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী’ শিরোনামে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটিকে প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করে।

Screenshot: BD Today

অর্থাৎ খালেদা জিয়া বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শীর্ষক দাবিটির সূত্রপাত ২০১২ সালে, টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে। 

টাইমস অব ইন্ডিয়ার উক্ত প্রতিবেদন সূত্রে সেই সময়ে বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত আরও কিছু প্রতিবেদন দেখুন ঢাকায় ‘ক্ষমতা বদলের শঙ্কায়’ নয়া দিল্লি (বিডিনিউজ২৪), ‘টাইমস অব ইন্ডিয়ার খবর’: বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনায় শঙ্কিত ভারতের গোয়েন্দা সংস্থা (সমকাল), টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন : আওয়ামী লীগের জনপ্রিয়তার ধসে দুশ্চিন্তায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ( আমার দেশ অনলাইন; বর্তমানে বন্ধ)। 

  • কি আছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটিতে?

বিডি টুডের এই প্রতিবেদনের সূত্রে রিউমর স্ক্যানার টিম পরবর্তী অনুসন্ধানে টাইমস অব ইন্ডিয়ায় ২০১২ সালের ২৯ আগস্ট ‘India’s worries could mount with Khaleda Zia’s expected return to power in Bangladesh‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। 

Screenshot: Times of India

প্রতিবেদনটিতে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ক্ষমতায় আসতে পারে- এমন পূর্বাভাস পেয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর শঙ্কার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটির দাবি অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলোর আশংকা, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ক্ষমতায় আসলে ভারতবিরোধী শক্তিগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করে সেদেশে সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যক্রম চালানোর সুযোগ পাবে। 

প্রতিবেদনটিতে ২০১৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশভিত্তিক বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী ও বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামীর মতো নাশকতাকারী গোষ্ঠীগুলো ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা ও আশ্রয় দেওয়ার নীতি গ্রহণ করতে পারে।

Screenshot: Times of India

তবে ইতোপূর্বে ভারত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও সেদেশের সন্ত্রাসী তৎপরতায় জড়িতদের বাংলাদেশের মাটি থেকে নির্মূলে অভূতপূর্ব সহযোগিতা পেয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের জনসমর্থন কমতে থাকায় বিএনপির পুনরায় ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। আর খালেদা জিয়া ফের ক্ষমতায় গেলে সন্ত্রাসবাদ দমনে গত কয়েক বছরের সাফল্য নস্যাৎ হতে পারে।

অর্থাৎ, বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে টাইমস অব ইন্ডিয়া জানায়, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনসমর্থন কমে আসায় বিএনপির পুনরায় ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। 

মূলত, ২০১২ সালের ২৯ আগস্ট ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সেই সময়ে বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গোয়েন্দা তথ্যসূত্রে তৎকালীন বিরোধীদল বিএনপির পুনরায় ক্ষমতা আসার সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে৷ যা নিয়ে দেশীয় একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এর মধ্যে জাতীয় দৈনিক ইনকিলাব ‘বেগম খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রধান সংবাদ হিসেবে প্রকাশ করে। এই প্রতিবেদনেরই একটি ছবি পরবর্তীতে ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেগম খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।

সুতরাং, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২০১২ সালের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার পুরানো একটি প্রতিবেদনকে সম্প্রতি পুনরায় প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img