সম্প্রতি, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে কাজী সালাউদ্দিন পদত্যাগ করেছেন এবং এই পদের জন্য নতুন দায়িত্বে এসেছেন ইমরুল হাসান” র্শীষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতির পদ থেকে নয় বরং বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র ওয়েবসাইটে গত ৩০ নভেম্বর প্রকাশিত “হঠাৎ লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। তার জায়গায় লিগ কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে।
একই তথ্য দেশের অন্যান্য গণমাধ্যমেও এসেছে। দেখুন টি স্পোর্টস, ইত্তেফাক, ঢাকা পোস্ট।
তবে জনাব সালাউদ্দিন বাফুফের সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি।
মূলত, গত ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লীগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার স্থলাভিষিক্ত হন ইমরুল হাসান। এই ঘটনাকেই কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নামে ভুয়া মন্তব্য প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের ঘটনাকে বাফুফের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- প্রথম আলো: হঠাৎ লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন
- Rumor Scanner’s own investigation