সম্প্রতি, ‘আল আকসা মসজিদের জুমার নামাজের দৃশ্য’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি জেরুজালেমের আল-আকসা মসজিদের জুমার নামাজের দৃশ্যের নয় বরং এটি আশুরা উপলক্ষে ইরাকের কারবালায় অবস্থিত ইমাম হোসাইন ইবনে আলীর মাজারে হাজারো মানুষদের প্রবেশের ঘটনার ভিডিও।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে SIPAH-E -ABBAS নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৫ আগস্ট MILLIONS OF PEOPLE GATHERED IN KARBALA ❤️#karbala #iraq #iran #viralvideo #abbas #karbalastatus শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ইউটিউব শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওটি ইরাকের কারবালা শহরে ধারণ করা।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে KARRAR_ABBAS নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৩১ আগস্ট شاهد اقوى مشهد مرعب لدخول ركضة طويريج للأمام الحسين(ع) #اشتركو_بالقناة_ليصلكم_الجديد_ودعماً_لنا_للاس শীর্ষক শিরোনামে প্রচারিত একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওটির ১৬ সেকেন্ড থেকে ৩২ সেকেন্ড পর্যন্ত অংশটুকুর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম ইংরেজিতে অনুবাদ করে ভিডিওটি সম্পর্কে কারবেলার একই তথ্য জানা যায়।
পরবর্তী অনুসন্ধানে Tuwairij’s run এবং Hussein শব্দ দুটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইরানের সংবাদ সংস্থা Iran Press এর ওয়েবসাইটে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ‘Tuwairij run’ takes place in Holy city of Karbala, Iraq শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবছর মহররমের ১০ম দিনে ইরাকের কারবালা শহরে ইমাম হোসাইন (আ.) এর পরিবার এবং সঙ্গীদের দুঃখ ও কষ্টের কথা স্মরণ করে কালো পোশাকধারী শোকার্ত তীর্থযাত্রীরা তুওয়াইরিজ দৌঁড় পালন করে থাকেন। এটি মূলত হাঁটা এবং দৌড়ের মধ্যবর্তী পর্যায়কে নির্দেশ করে যা উদ্বেগ, ভয় ও উত্তেজনা থেকে বেরিয়ে আসে।
এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইমাম হোসাইনের মাজারের প্রবেশদারের একটি ছবি পাওয়া যায়। যার সাথে আলোচিত ভিডিওটির দরজার মিল পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি আল আকসা মসজিদের জুমার নামাজের ভিডিও নয়।
মূলত, প্রতিবছর মহররমের সময় ইরাকের কারবালায় তীর্থযাত্রীরা ইমাম হোসাইন (আ.) এর পরিবার এবং সঙ্গীদের দুঃখ কষ্টের কথা স্মরণ করে তুওয়াইরিজ দৌড় পালন করে থাকেন। এসময় তীর্থযাত্রীরা ২-৩ কিলোমিটার রাস্তা দৌড়ে ইমাম হোসাইনের মাজারে যান। উক্ত ঘটনার একটি ভিডিও সম্প্রতি আল আকসা মসজিদের জুমার নামাজের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, ইরাকের কারবালায় আশুরা উদযাপনের ভিডিওকে আল আকসা মসজিদের জুমার নামাজের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- SIPAH-E -ABBAS Youtube Channel: (87) MILLIONS OF PEOPLE GATHERED IN KARBALA ❤️#karbala #iraq #iran #viralvideo #abbas #karbalastatus – YouTube
- KARRAR_ABBAS Youtube Channel: (87) شاهد اقوى مشهد مرعب لدخول ركضة طويريج للأمام الحسين(ع) #اشتركو_بالقناة_ليصلكم_الجديد_ودعماً_لنا_للاس – YouTube
- Iran Press Website: ‘Tuwairij run’ takes place in Holy city of Karbala, Iraq (iranpress.com)
- Wikipedia Website: Karbala stampede – Wikipedia