সম্প্রতি, “অপেক্ষা করেন, আর কয়েকদিন পর মির্জা ফখরুলরাও জয় বাংলা স্লোগান দিবে।” শীর্ষক শিরোনামসহ বিভিন্ন শিরোনামে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য দেওয়ার সময়কালে পেছন থেকে এক কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন শীর্ষক একটি দাবি প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উক্ত বক্তব্য দেওয়ার সময়কালে পিছন থেকে জয় বাংলা স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে Bayanno TV এর ইউটিউব চ্যানেলে “মির্জা ফখরুলের পেছনে দাঁড়িয়ে ভক্তের কাণ্ড, হাসলেন ফখরুল…” শিরোনামে গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিওর সাথে উক্ত দাবির ভিডিও ক্লিপটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে উচ্চস্বরে একজন ‘শেইম’ বলে চিৎকার দেন। তখন মির্জা ফখরুল বিচলিত হয়ে বক্তব্য থামিয়ে পেছনে তাকান ও কথোপকথন করেন।
একই দিনে বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য 25 September 2023” শিরোনামে প্রচারিত ভিডিওতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐ বক্তব্যের সময় উক্ত ঘটনা খুঁজে পাওয়া যায়। ভিডিওর ৩:২৫ তম মিনিট থেকে আলোচিত ভিডিওর অংশটি খুঁজে পাওয়া যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলেন, “আমি আগেই বলেছি যে সালাম ভাই আজকে বক্তৃতা দেওয়ার পরে আজকে আমার বক্তৃতা দেওয়া কঠিন হয়ে যাবে।… আর আপনাদের সকলকে উনি সেই জায়গায় নিয়ে যান…”এমন মূহুর্তে পেছন থেকে কেউ একজন উচ্চস্বরে ‘শেইম’ বলে চিৎকার করেন।
পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেছনে ফিরে সেই লোকটিকে চিহ্নিত করার চেষ্টা করেন এবং তাকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের ভক্ত বলে সম্বোধন করেন।
অর্থাৎ, সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পিছন থেকে কেউ ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়নি।
মূলত, গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার সময়কালে পিছনে থাকা এক কর্মী উচ্চস্বরে শেইম বলে চিৎকার করলে তিনি বিচলিত হয়ে পিছনে ফিরে তাকান। সম্প্রতি, সেই ঘটনার ভিডিওটির ‘শেইম’ বলার অংশটুকু ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভয়েসওভার পরিবর্তন করে ‘শেইম’ এর স্থলে জায়গায় ‘জয় বাংলা’ স্লোগান এর অডিও যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে ভুয়া ও বিভ্রান্তিকর দাবি প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন,
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রদানের সময় পিছন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Bayanno TV – মির্জা ফখরুলের পেছনে দাঁড়িয়ে ভক্তের কাণ্ড, হাসলেন ফখরুল…
- Original Video : BNP Official YT Channel