রাজধানীর কাকরাইলে গতকাল (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের অভিযোগ, জাপা কর্মীরা তাদের মিছিলে হামলা করেছে। অন্যদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের কর্মীরা তাদের ওপর চড়াও হয়েছে। সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রেক্ষিতে গতকাল (২৯ আগস্ট) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “রাজধানীতে জাতীয় পাঠির কার্যালয়ে আগুন দিয়েছে ভিপি নৃরের নেতাকর্মীরা।”
অর্থাৎ, দাবি করা হচ্ছে প্রচারিত ভিডিওটি গত ২৯ আগস্ট ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ে ভিপি নুরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের আগুন দেওয়ার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গতকাল ২৯ আগস্টের (শুক্রবার) নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Comrade Mahmud- কমরেড মাহমুদ’ নামের ফেসবুক পেজে ২০২৪ সালের ৩১ অক্টোবর ‘আজ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন…’ ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

একই তারিখে একই দাবিতে ভিডিওটি ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচার হতে দেখা যায়। দেখুন – এখানে, এখানে, এখানে, এখানে।
উক্ত পোস্টগুলো থেকে প্রাপ্ত তথ্যের সূত্র প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমগুলোর ওয়েবসাইট (১,২,৩) ও ইউটিউব চ্যানেলে (১,২,৩) সেই সময় প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে গত বছরের ১ নভেম্বরে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তাঁদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। তবে, পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষই। জাতীয় পার্টি দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে। অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে যাওয়া ব্যক্তিরা দাবি করেছেন, তাঁদের ওপর আগে হামলা করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
এছাড়া এ বিষয়ে ডেইলি স্টার -এর বাংলা ওয়েবসাইটে গত বছরের ৩১ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে (২০২৪ সালের ৩১ অক্টোবর) তারা কল পান এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘জাতীয় বেঈমান জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।’
পাশাপাশি, এ বিষয়ে গত বছরের ৩১ অক্টোবরে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন -এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়।
উল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি গতকাল (২৯ আগস্ট) এর নয়।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এর আগে চলতি মাসের শুরুতে ‘গত ২ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে এনসিপির অগ্নিসংযোগের ভিডিও’ দাবিতে প্রচার করা হলে সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ভিডিওকে গতকাল ২৯ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভিপি নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Comrade Mahmud- কমরেড মাহমুদ : আজ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন…
- Prothom Alo : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
- The Daily Star বাংলা : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর
- Bangla Tribune : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ