বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে, ক্রিকেট বোর্ড বিলুপ্ত করে এর সাথে জড়িতদের ক্ষুদ্র ঋণ নিয়ে গ্রামে গিয়ে কৃষিকাজ করতে বলেছেন ড. মো. ইউনূস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবি প্রসঙ্গে ড. ইউনূস সম্প্রতি কোনো মন্তব্য করেননি এবং যমুনা টিভিও একই দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
ভাইরাল এই দাবিটি প্রচার করা হয়েছে যমুনা টিভির তারিখবিহীন ফটোকার্ডের আদলে। সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে কোনো ফটোকার্ডের অস্তিত্ব মেলেনি। যমুনার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত দাবিটিকে ভুয়া বলে জানানো হয়েছে। এছাড়া, অন্যান্য গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ মেলেনি।
সুতরাং, বিসিবি প্রসঙ্গে ড. ইউনূসের মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং আলোচিত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Tv: Facebook Post
- Rumor Scanner’s own analysis