সরকার সশস্ত্র বাহিনীর ৬ মাসের রেশন স্থগিত করেছে দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

অন্তবর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর ৬ মাসের রেশন স্থগিত করেছে দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬৪ হাজার বার দেখা হয়েছে এবং ৩৭৮৯টি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি, ভিডিওটিতে ২৯৪টি মন্তব্য পাওয়া গেছে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার সশস্ত্র বাহিনীর ৬ মাসের রেশন স্থগিত করেছে দাবিতে  যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি

এবং সশস্ত্র বাহিনীর রেশন স্থগিতের কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ৩০ জুলাই, ২০২৫ উল্লেখ রয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্য গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি। 

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ফন্ট এবং লোগোর অবস্থানের পার্থক্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

স্বাভাবিকভাবে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিংবা সরকার কর্তৃক সশস্ত্র বাহিনীর রেশন স্থগিত সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হলে মূলধারার সংবাদমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে, দেশিয় সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 

সুতরাং, ‘সরকার সশস্ত্র বাহিনীর ৬ মাসের রেশন স্থগিত করেছে’ শীর্ষক দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

  • Rumor Scanner’s own analysis 

আরও পড়ুন

spot_img