সম্প্রতি, ‘ওটা আমার ধোন না: হারুন, ডিবি অফিসার’ এবং ‘বাহিরে গেলেই সবাই “ছোট ছোেট” বলে চিল্লাচ্ছে : হারুন’- শীর্ষক তথ্যে বা শিরোনাম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ এমন মন্তব্যগুলো করেছেন।
‘ওটা আমার ধোন না: হারুন, ডিবি অফিসার’- শীর্ষক তথ্য বা শিরোনামের ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
বাহিরে গেলেই সবাই “ছোট ছোেট” বলে চিল্লাচ্ছে : হারুন- শীর্ষক তথ্য বা শিরোনামের ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদকে জড়িয়ে যমুনা টেলিভিশন এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং হারুন অর রশিদও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডগুলো প্রচারের তারিখ ২৯ জুলাই ২০২৪ উল্লেখ রয়েছে।
যমুনা টেলিভিশনের লোগো এবং প্রকাশের তারিখ সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
যমুনা টেলিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডগুলোতে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টেলিভিশন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমে ডিএমপির ডিবি প্রধানকে নিয়ে এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি ‘ওটা আমার ধোন না: হারুন, ডিবি অফিসার এবং বাহিরে গেলেই সবাই “ছোট ছোেট” বলে চিল্লাচ্ছে: হারুন’- শীর্ষক তথ্যে বা শিরোনাম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ এমন মন্তব্যগুলো করেছেন। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ফটোকার্ডগুলো নকল। যমুনা টেলিভিশন কর্তৃক এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করা হয়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডগুলোর সাথে যমুনা টেলিভিশন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের পার্থক্যও রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘ওটা আমার ধোন না: হারুন, ডিবি অফিসার এবং বাহিরে গেলেই সবাই “ছোট ছোেট” বলে চিল্লাচ্ছে : হারুন- শীর্ষক তথ্য বা শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Page
- Jamuna Television- Website
- Jamuna Television- Youtube Channel
- Rumor Scanner’s Own Analysis