সম্প্রতি ‘চাঁদপুরে লেকের পাড় থেকে স্কুল ছাত্র আল-আমিন লা*শ উদ্ধার!’ ক্যাপশনে ‘চাঁদপুর জেলা কচুয়া উপজেলা জামায়াত নেতার হুমকি বিএনপির নেতা কর্মীদের প্রকাশ্যে হত্যার, এরপরই হত্যা’ শিরোনামে একাধিক ছবি যুক্ত করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে স্কুলছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ঢাকা পোস্ট এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ১২ জুলাই চাঁদপুর শহরের একটি লেক থেকে আল-আমিন নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটিত হয়নি। প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা পোস্টের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৩ জুলাই, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, ঢাকা পোস্টের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
ঢাকা পোস্ট ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
তবে, ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৩ জুলাই ‘শহরের লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে যুক্ত দ্বিতীয় ও তৃতীয় ছবির দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, চাঁদপুর শহরের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ১২ জুলাই রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিন চাঁদপুুর সদর রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে। সে চাঁদপুর শহরের গনি মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পরিবার ও পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায়, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকারের সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ১০টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল-আমিনের ৭ জন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।
এই বিষয়ে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ১৩ জুলাই ‘চাঁদপুরে লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭ সহপাঠী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই চিত্র ও তথ্য পাওয়া যায়।
সুতরাং, ‘চাঁদপুর জেলা কচুয়া উপজেলা জামায়াত নেতার হুমকি বিএনপির নেতা কর্মীদের প্রকাশ্যে হত্যার, এরপরই হত্যা’ শিরোনামে ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Dhaka Post – Facebook Page
- Dhaka Post – Website
- Dhaka Post – YouTube Channel
- Dhaka Post- শহরের লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- Channel 24 – চাঁদপুরে লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭ সহপাঠী