নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারিকে ফেন্সিডিলসহ আটকের দাবিটি ভুয়া

সম্প্রতি ‘নাটোর জেলা জামাতের সহ সেক্রেটারি, মধু নিয়ে যাচ্ছিল পুলিশের হাতে কট।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

গত ফেব্রুয়ারি মাসে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে ফেন্সিডিল বহনের অভিযোগে আটককৃত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম নন। প্রকৃতপক্ষে, উল্লিখিত অভিযোগে আটককৃত ভিন্ন একজন ব্যক্তির ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘নাটোর সময়’ শীর্ষক একটি লোগো লক্ষ্য করা যায়। 

এই তথ্যের সূত্র ধরে ‘নাটোর সময়’ নামক নাটোর ভিত্তিক একটি ফেসবুক পেজে গত ০৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি ক্যাপশনে ‘একজন হালাল ব্যবসায়ী!ফে’ন্সিডিল বহনকালে আ’ট’ক।’ বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে বা ক্যাপশনে কোথাও আটককৃত ব্যক্তিকে নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বলে দাবি করা হয়নি এবং আটককৃত ব্যক্তির কোনো পরিচয়ও তুলে ধরা হয়নি। 

বরং, পোস্টটির মন্তব্যের ঘরে পেজের পক্ষ থেকে জানানো হয়, ‘এই ভিডিও নিয়ে কিছু অসাধু ব্যাক্তি জেলা জামায়াতের সেক্রেটারির নাম লিখে ফেসবুকে অপপ্রচার করছে। নাটোর জেলা জামায়াতের সেক্রেটারির নামে এমন কোন নিউজ তো করা হয়নি। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।’ একই তথ্য গত ০৫ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড পোস্টের মাধ্যমেও জানানো হয়। 

পরবর্তীতে, নাটোর সময়আজকের দিগন্ত নামক ফেসবুক পেজে নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিমের সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য প্রদানের ভিডিও খুঁজে পাওয়া গেছে। ভিডিওগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, আলোচিত ভিডিওটিতে ফেন্সিডিল বহনের অভিযোগে আটককৃত ব্যক্তি এবং নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দুজন ভিন্ন ব্যক্তি। 

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, মাদকসহ আটক এই ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও এটি নিশ্চিত যে, এই ব্যক্তি নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম নন।

সুতরাং, ফেন্সিডিল বহনের অভিযোগে নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আটক হওয়ার দাবিটি মিথ্যা৷ 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img