বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

প্রথম আলোর ফটোকার্ড নকল করে কওমী মাদ্রাসার আলেমদের নিয়ে জামায়াতের আমীরের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, “জামাতের কেউ বলাৎকারের সাথে জড়িত নেই। কওমী আলেমরাই এসব করে। তাদের বিচার হওয়া উচিত।–ডাঃ শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামী” শীর্ষক শিরোনামে প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

কওমী মাদ্রাসার

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামাতের কেউ বলাৎকারের সাথে জড়িত নেই। কওমী আলেমরাই এসব করে। তাদের বিচার হওয়া উচিত।– ডাঃ শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামী’ শীর্ষক শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো রয়েছে। এছাড়া, এটি প্রকাশের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪ উল্লেখ রয়েছে।

Screenshot: Facebook

লোগো এবং প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পাশাপাশি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ (,) পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

স্বাভাবিকভাবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা কিন্তু মূলধারার গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘জামায়াতের কেউ কখনো বলাৎকার করেনি, কওমী মাদ্রাসার আলেমরা এসব করে – ডাঃ শফিকুর রহমান, আমির, জামায়াতে ইসলামী’ শীর্ষক শিরোনামে প্রথম আলোর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img