সম্প্রতি, ফেসবুকে @highlight লিখে কমেন্ট করলেই গোপনে কারা ফেসবুক প্রোফাইল ঘুরে তা জানা যাবে শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন , এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, @highlight কমেন্ট করে গোপনে কে ফেসবুক প্রোফাইলে ভিজিট করছে তা জানা সম্ভব নয় বরং এটি ফেসবুকের একটি নতুন ফিচার, যার মাধ্যমে ফেসবুকে কনটেন্ট হাইলাইট করা যায়।
@highlight মূলত কী?
হাইলাইট ফেসবুকের নতুন একটি ফিচার। ফিচারটই বর্তমানে কিছু ফেসবুক আইডিতে ব্যবহার করা গেলেও অনেক আইডিতে এখনো এই ফিচার আসেনি।
পর্যবেক্ষণে দেখা যায়, বর্তমানে চালু থাকা @friends এবং @everyone এর মতো @highlight প্রায় একই ধরনের একটি ফিচার। ফেসবুকে @ মূলত মেনশন করার সময় ব্যবহার করা হয়। ফেসবুকে @friends লিখে ফেসবুক বন্ধু তালিকার সকল সদস্যদের একত্রে মেনশন করা যায়। আবার ফেসবুক গ্রুপে @everyone লিখে গ্রুপের সকল সদস্যদেরএকত্রে মেনশন করা যায়।
ঠিক একইভাবে @highlight কমেন্টের মাধ্যমে নির্দিষ্ট কোনো ফেসবুক পোস্টকে হাইলাইট করা যায়। ফেসবুক কমেন্ট বক্সে @highlight টাইপ করার পর কিছু আইডিতে ‘can highlight your content once a week’ লেখা আসে। আবার ব্যতিক্রমি কিছু আইডিতে ‘can highlight your content 3 times a day’ লেখা আসে। কত বার করা যাবে তা নির্দিষ্টভাবে জানা না গেলেও, এই ফিচারের মাধ্যমে ফেসবুকে কনটেন্ট হাইলাইট করা যাবে তা স্পষ্ট।
লুকিয়ে আপনার ফেসবুক প্রোফাইল কে দেখছে তা কি জানা সম্ভব?
ফেসবুক হেল্প সেন্টারের প্রাইভেসি, সেফটি এবং সিকিউরিটি অংশে বলা হয়েছে, ‘ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে তা ট্র্যাক করতে দেয় না। থার্ডপার্টি অ্যাপগুলোও এই কার্যকারিতা প্রদান করতে অক্ষম৷ আপনি যদি এমন একটি অ্যাপ দেখেন যা এই ক্ষমতার অফার করার দাবি করে, তাহলে অনুগ্রহ করে অ্যাপটি রিপোর্ট করুন।’
অর্থাৎ, ফেসবুক স্পষ্টভাবেই বলে রেখেছে কে বা কার আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে তা জানার সুযোগ তারা দেয় না।
প্রায় একই ধরনের একটি দাবি পূর্বেও গণমাধ্যমের হাত ধরে ফেসবুকে ছড়িয়ে পড়লে সে দাবিটি মিথ্যা প্রমাণ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
মূলত, ফেসবুক কমেন্টে ‘@highlight লেখার মাধ্যমে গোপনে কে ফেসবুক প্রোফাইল ভিজিট করে তা জানা যাবে’ দাবিতে একটি তথ্য ফেসবুক ছড়িয়ে পড়ে। উক্ত দাবির প্রেক্ষিতে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সত্য নয়। @highlight ফেসবুকের একটি নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ফেসবুকে কনটেন্ট হাইলাইট করা যায়। এটি @friends ও @everyone এর মতই একটি ফিচার। তাছাড়া ফেসবুক হেল্প সেন্টারেও স্পষ্টভাবে বলা রয়েছে ফেসবুক প্রোফাইল কে ভিজিট করে তা কোনোভাবেই জানা সম্ভব নয়।
সুতরাং, @highlight কমেন্ট করে গোপনে কে ফেসবুক প্রোফাইলে ভিজিট করছে তা জানা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Analysis by Rumor Scanner Team.Facebook Help Centre: https://www.facebook.com/help/210896588933875/