সম্প্রতি, “Ispahani Mirzapore Tea 200th Anniversary Tea Subsidy. Through the questionnaire, you will have a chance to get 10000 taka” শীর্ষক শিরোনামে একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইস্পাহানি থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়ার ক্যাম্পেইন লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহারে ১০ হাজার টাকা পাওয়ার বিষয়টিও মিথ্যা।
অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, একটু ভূয়া ওয়েবসাইট থেকে ‘ইস্পাহানি’ এর নামে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইনটি চালানো হচ্ছে।

উক্ত ওয়েবসাইটের লিংকটিতে প্রবেশ করলে দেখা যায় তারা প্রথমে অভিনন্দন জানিয়ে প্রথমে ৪ টি প্রশ্ন সম্বলিত একটি জরিপ ফর্ম পূরণ করতে দিচ্ছে। প্রশ্নোত্তর পর্ব শেষে তারা পুনরায় অভিনন্দন জানিয়ে উত্তরগুলো সংরক্ষিত হয়েছে বলে সম্মতি প্রদান করে এবং একটি গিফট বক্স পাওয়ার সুযোগ রয়েছে বলে জানায়।

পরবর্তী ধাপে পুরস্কার পেতে সঠিক বক্সটি নির্বাচন করতে হবে এবং সুযোগ থাকবে তিনটি। বক্সগুলোতে ক্লিক করার প্রথম ধাপে সফল না হলেও দ্বিতীয় ক্লিকে একটি বক্স খুলে যায়। বক্সটি খুললেই জানা যায়, অভিনন্দন! আপনি ১০ হাজার টাকা জিতেছেন। এরপর স্ক্রিনে ৩ টি নিয়ম সম্বলিত একটি লেখা ভেসে ওঠে।

নিয়ম ৩টি হলোঃ-
1. You must tell 5 groups or 20 friends about our promotions.
2. Enter your address and complete registration.
3. The gifts will be delivered within 5-7 days.

অর্থাৎ, এখানে বলা হচ্ছে ১০ হাজার টাকা পেতে ৫ টি গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইনটি সম্পর্কে বলতে হবে৷ পরের ধাপে ঠিকানা বসিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলে এবং শেষ ধাপে বলা হয়, ৫-৭ দিনের মধ্যে পুরস্কারটি প্রাপকের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে৷

এর পরবর্তীতে, পুরষ্কারটি সংগ্রহ করতে ‘Click’ আইকনে চাপ দিলে তাদের প্রদত্ত শর্ত মেনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে বলা হয়।

ছাড়া ‘ispahanibd’ এর ওয়েবসাইটে আলোচিত “ইস্পাহানি থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতার সুযোগ” শীর্ষক কোনো ক্যাম্পেইন বা সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য, ইস্পাহানি এর কেয়ার লাইনে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। উত্তরে তারা জানায়,
এ বিষয়ক একটি স্ক্যাম অতিসম্প্রতি আমরাও লক্ষ্য করেছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। উল্লেখ্য ইস্পাহানি বা ইস্পাহানি মির্জাপুর ২০০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন ক্যাম্পেইন ছাড়েনি। আমরা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ থেকে একটি সচেতনতামূলক পোস্ট শেয়ার করেছি ও পত্রপত্রিকায় প্রেস রিলিজ দিয়েছি।

পরবর্তীতে, ‘Ispahani Mirzapore Tea’ এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ২১ অক্টোবরে “ইস্পাহানি মির্জাপুর থেকে দেওয়া সকল অফার বা উপহারের ঘোষণা মির্জাপুর- এর অফিসিয়াল পেইজ থেকে দেওয়া হয়। এই পেইজ ব্যতীত ইস্পাহানি মির্জাপুর নিয়ে সকল ধরনের অফারই বানোয়াট বা স্প্যাম হিসেবে গণ্য করার অনুরোধ করা হল” শীর্ষক শিরোনামে ডিজিটাল ব্যানার সম্বলিত একটি সতর্কবার্তা খুঁজে পাওয়া যায়।

মূলত, একটি ভুয়া ওয়েবসাইট থেকে ইস্পাহানি এর ২০০ বর্ষপূর্তি উপলক্ষে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ক্যাম্পেইন লিংক ৫ টি গ্রুপ অথবা ২০ জনকে শেয়ার করতে বলা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও স্বপ্ন থেকে ১০ হাজার টাকা, বাংলাদেশ রেলওয়ে থেকে ৩০ হাজার টাকা, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব নেটওয়ার্কের জন্য ৩০ জিবি বিশেষ ফ্রি ইন্টারনেট, বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ১০ হাজার টাকা এবং ACI কোম্পানি থেকে ৫০০০ টাকা শীর্ষক দাবিতে একইভাবে ভুয়া ক্যাম্পেইন ছড়িয়ে পড়লে বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ইস্পাহানি মির্জাপুর থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে ১০ হাজার টাকা জিতে নেওয়া শীর্ষক ক্যাম্পেইন লিংকটি সম্পূর্ণ ভুয়া।
তথ্যসূত্র
- Ispahani Group website
- Statement from Ispahani Care line to Rumor Scanner
- Ispahani Mirzapore Tea FB