ইংল্যান্ড নয়, বাংলাদেশকে ওয়ানডে সিরিজের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড

সম্প্রতি, “মে মাসে তিন ওয়ানডের জন্য বাংলাদেশ দলকে আমন্ত্রণ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Screenshot from Facebook

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মে মাসে তিন ওয়ানডের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানায়নি বরং আবহাওয়াজনিত সমস্যার কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ভেন্যু হিসেবে আয়ারল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ডে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ দলকে।

অনুসন্ধান

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ওয়েবসাইটে “Ireland confirm details for series against India, Bangladesh” শীর্ষক শিরোনামে গত ১৭ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলে হয়, আগামী ০৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ওডিআই সিরিজ খেলবে।

Screenshot from ICC

পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে গত ১৭ মার্চ ‘Cricket Ireland’ এর ওয়েবসাইটে “India and Bangladesh series’ details confirmed as Ireland Men look forward to a big 2023”  শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ড বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে।

প্রতিবেদনটি থেকে জানা যায়,

২০২৩ সালের বিশ্বকাপ খেলার জন্য আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ খেলার সুযোগ পাবে। নয়তো তাদের জিম্বাবুয়ের বিপক্ষে বাছাই ম্যাচে জিতে চূড়ান্ত বিশ্বকাপে যেতে হবে। আর যেহেতু আয়ারল্যান্ডে এখন বৃষ্টির মৌসুম তাই তারা আবহাওয়া জনিত কারণে খেলায় বাধা ঘটাতে চাচ্ছে না।”

Screenshot from Cricket Ireland

এছাড়া, বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড বিশ্বকাপ সুপার লিগের আওতাভুক্ত এই সিরিজের খেলা ইংল্যান্ডের চেমসফোর্ডে নেওয়ার কথা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন ম্যানেজার ক্রেইগ ইয়াসডন (Craig Easdown) রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।

মূলত, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের ওডিআই সিরিজটি কোথায় হবে এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। আয়ারল্যান্ডের আবহাওয়ার কথা বিবেচনা করে সেই সিরিজটি আয়ারল্যান্ডের পরিবর্তে ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে বলে জানানো হয়। সে বিষয়টি-ই পরবর্তীতে ফেসবুকে দাবি করা হয় যে, “মে মাসে তিন ওয়ানডের জন্য বাংলাদেশ দলকে আমন্ত্রণ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড”।

উল্লেখ্য, মার্চ মাসে আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে।

প্রসঙ্গত, এর আগেও ক্রীড়া বিষয়ক বেশকিছু ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে

সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে “আগামী মে মাসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশকে ওয়ানডে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে” শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img