ইউটিউবে ইনোসেনস অফ মুসলিম নামের মুভি মুক্তি পাওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “আগামী তিন দিনের জন্য Google ও YouTube ব্রাউজ করা থেকে বিরত থাকার বিনীত অনুরোধকরছি!! বিস্তারিতঃ আগে এটা ১৩ মিনিটের থ্রিলার ছিল যা ইউটিউবে রিলিজ হয়েছিল কিন্তু এখন পুরা ৭৪ মিনিট ইসলাম বিরোধী মুভি “ইনোসেনস অফ মুসলিম” রিলিজ হইছে ইউটিউবে।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নতুন করে “ইনোসেনস অফ মুসলিম” সিনেমাটি পূর্ণাঙ্গ (৭৪ মিনিট) রিলিজ (প্রকাশ) দেওয়া হয়নি বরং ইউটিউবে পূর্ণাঙ্গ সিনেমা রিলিজ হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে “ইনোসেনস অফ মুসলিম” সিনেমাটি পূর্ণাঙ্গ (৭৪ মিনিট) রিলিজ হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, একই পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজের ওয়েবসাইটে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারী “ইউটিউব থেকে ‘ইনোসেন্স অফ মুসলিম’ ফিল্ম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে গুগল (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from NBC News website

পাশাপাশি, আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা ভার্জ এর ওয়েবসাইটে ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারী “ইউটিউবকে অবশ্যই কপিরাইট মামলায় বিস্ফোরক ‘ইনোসেন্স অফ মুসলিম’ ভিডিওটি সরিয়ে ফেলতে হবে (অনুবাদিত)”, শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মুসলিম
Screenshot from the verge website

উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “সিনেমটির একজন অভিনেত্রী সিন্ডি লি গার্সিয়ার আবেদনের প্রেক্ষিতে আপিলের নবম সার্কিট কোর্ট আদেশ দিয়েছেন যেঃ ইনোসেন্স অফ মুসলিমস” এর সমস্ত কপি সরিয়ে ফেলতে হবে। অভিনেত্রীর অভিযোগ তিনি সিনেমাটিতে একটি ভূমিকায় অভিনয় করে প্রতারিত হয়েছেন এবং মৃত্যুর হুমকি পেয়েছিলেন৷ নবম সার্কিট কোর্ট, সিন্ডি লি গার্সিয়ার পক্ষে একটি অস্থায়ী টেকডাউন আদেশ মঞ্জুর করেছে, তিনি ওয়েব থেকে ভিডিওটি মুছে ফেলার দাবিতে গুগলের বিরুদ্ধে একটি কপিরাইট মামলা দায়ের করেছিলেন৷”

মূলত, ২০১২ সালে ইন্টারনেটে ইনোসেন্স অব মুসলিম সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। এতে ইসলাম ধর্ম ও এর প্রবর্তক মুহাম্মদ (সা.) কে অপমানজকভাবে প্রদর্শন করা হয়। ফলে সারা বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বীরা এই ভিডিওর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। মিশর, লিবিয়া, ইয়েমেন, গ্রীস, সুদান, তিউনিসিয়া, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ অন্তত ২০ টি দেশে আন্দোলন করে ধর্মপ্রাণ মুসলমানগণ। পাশাপাশি মিশরের আদালত সেদেশে ইউটিউব সাময়িকভাবে (৩০ দিনের জন্য) নিষিদ্ধ করে। এছাড়াও লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ সহ কয়েকটি দেশে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুনঃ নূপুর শর্মার বাসভবনে ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের আদালতের নিষেধাজ্ঞার এক বছর পরে ২০১৫ সালের ১৮ মে আপিল আদালত ইউটিউবকে “ইনোসেনস অফ মুসলিম” দেখানোর (প্রকাশের) অনুমতি দেয়। অর্থাৎ, পূর্বে যে ভিডিও (ট্রেইলার) সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তা (ট্রেইলার) পুনরায় ইউটিউবে দেখানোর অনুমতি দেয় আদালত। ফেডারেল আপিল আদালতের রায়ের একদিন পরেই ২০১৫ সালের ১৯ মে পুনরায় ভিডিওটি (ট্রেইলার) ইউটিউবে পোস্ট করা হয়। তারপর থেকে এই প্রেক্ষিতে “ইনোসেনস অফ মুসলিম” পূর্ণাঙ্গ সিনেমা রিলিজ হওয়ার মিথ্যা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০১২ সালের ০১ জুলাই কোনো এক ব্যবহারকারী প্রথম “sambacile” ছদ্মনাম ব্যবহার করে ভিডিওটি (১৪ মিনিটের ট্রেইলার) ইন্টারনেটে পোস্ট করে। তবে অনলাইন অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সে সময়েও (ট্রেইলার রিলিজের পরে) “ইনোসেনস অফ মুসলিম” পূর্ণাঙ্গ সিনেমাটি রিলিজ হওয়ার কোন তথ্য খুঁজে পাওয়া যায়না। এছাড়াও উল্লেখ্য যে, বাংলাদেশ  ২০১৩ সালের ৫ই জুন, পাকিস্তান ২০১৬ সালের ১৮ জানুয়ারী ইউটিউব ব্যবহারের উপর আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নেয়। 

প্রসঙ্গত, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, ধর্মপ্রাণ মুসলমান এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিগণ।

সুতরাং, সম্প্রতিক সময়ে ইউটিউবে “ইনোসেনস অফ মুসলিম” ৭৪ মিনিটের পূর্ণাঙ্গ সিনেমা রিলিজ হওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

তথ্যসূত্র

  1. NBC news-  ইউটিউব থেকে ‘ইনোসেন্স অফ মুসলিম’ ফিল্ম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে গুগল
  2. The Verge-  YouTube must take down explosive ‘Innocence of Muslims’ video in copyright suit – The Verge 
  3. BBC-  Innocence of Muslims: Mystery of film-maker ‘Sam Bacile’ – BBC News 
  4. The Guardian- Anti-Muslim film that sparked violence goes back up on YouTube 
  5. DW- US appeals court allows YouTube to show ′Innocence of Muslims′ | News | DW | 19.05.2015 
  6. Timeanddate-  May 2015 Calendar – United States 
  7. The Guardian- Egypt court bans YouTube over Innocence of Muslims trailer
  8. Theweek- The worldwide protests against anti-Islam film Innocence of Muslims: By the numbers | The Week 
  9. DAWN- YouTube blocks anti-Islam film access in India – World – DAWN.COM 
  10. Firstpost – Bangladesh lifts ban on YouTube, blocked after anti-Islam film- Technology News
  11. CNBC- Pakistan lifts YouTube ban after three years.

আরও পড়ুন

spot_img