সম্প্রতি, “নুপুর শর্মার বাস ভবনে ভাঙচুর করেছে ইন্ডিয়ার জনগণ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নূপুর শর্মা কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী সময়ে নূপুর শর্মার বাসভবন ভাঙচুরের নয় বরং এটি ভারতের উড়িষ্যা প্রদেশে অনগ্রসর গোষ্ঠীর (ওবিসি) কোটা সংরক্ষণ নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি চলাকালীন সময়ে ধারণ করা একটি ভিডিও।
প্রচারিত ভিডিওটির জলছাপে থাকা লেখার সূত্র ধরে, ভারতের উড়িষ্যা প্রদেশ ভিত্তিক টিভি চ্যানেল ‘Odisha TV’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চলতি বছরের ০৬ জানুয়ারিতে “OBC Reservation In Panchayat Polls | BJP Workers Scuffle With Police In Bhadrak” শীর্ষক শিরোনামে প্রচারিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, Odisha TV এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
মূলত, ভারতের উড়িষ্যা প্রদেশে অনগ্রসর গোষ্ঠীর (ওবিসি) কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন চলাকালীন সময়ে চলতি বছরের ০৬ জানুয়ারিতে ভদ্রক ম্যাজিস্ট্রেট অফিসে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। উক্ত হামলার সময়ে ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী সময়ে নূপুর শর্মার বাসভবন ভাঙচুরের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
Also Read: নূপুর শর্মাকে মারধরের দাবিতে প্রচারিত ছবিটি প্রায় ১৪ বছর পুরোনো
প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন টকশোতে ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সরকারি মুখপাত্র নূপুর শর্মা মুসলমানদের অন্যতম ধর্মীয় পথনির্দেশক হজরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনার জেরে ভারতসহ মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। ইতোমধ্যে কটূক্তির অভিযোগে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিজেপি।
অর্থাৎ, ভারতের উড়িষ্যা প্রদেশে কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলন চলাকালীন সময়ে ভদ্রক ম্যাজিস্ট্রেট অফিসে হামলা চালানোর ভিডিওকে সম্প্রতি ভারতে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা কর্তৃক মোহাম্মদ (সা.) কে কটূক্তি পরবর্তী সময়ে ‘নূপুর শর্মার বাসভবন ভাঙচুর করছে ভারতের জনগণ’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Odisha TV Youtube: https://youtu.be/IL_KlmoJ2fc
- Odisha TV News: https://odishatv.in/news/miscellaneous/8-bjp-workers-held-in-odisha-s-bhadrak-for-scuffle-with-police-over-obc-reservation-167876
- Odisha TV Facebook: https://www.facebook.com/otvkhabar/videos/3181490018754147
- BBC: https://www.bbc.com/bengali/news-61721517
- BBC: https://www.bbc.com/bengali/news-61704054