সম্প্রতি, ‘দয়া করে আমার স্ত্রীকে বাঁচান আপনারা..’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দরিদ্র রায়হান আহমেদের স্ত্রী মনি বেগম ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মনি বেগম নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি নারীর নয় বরং ভারতের ক্যান্সার আক্রান্ত নারী কাজলের ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Impact Guru’ এর এক্স অ্যাকাউন্টে ২০২২ সালের ১৬ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে আলোচিত পোস্টের নারীর ছবির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে বলা হয়, ‘আমার স্ত্রী কাজলের সার্ভিকাল কর্ডোমা এবং ঘাড়ে টিউমার ধরা পড়েছে। আমি কেবল একজন গৃহশিক্ষক, যার উচ্চ সুদের ঋণ আছে এবং আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সমস্ত সঞ্চয় শেষ করে দিয়েছি। আমার একমাত্র আশা তোমরা, দয়া করে তাকে ক্যান্সারের থাবা থেকে বাঁচাও!’
পরবর্তীতে, উক্ত পোস্টে থাকা প্লাটফর্মটির ওয়েবসাইট থেকে জানা যায়, ওই নারীর চিকিৎসার জন্য অর্থ উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে মনি বেগম নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ নাম্বারে ০১৩২৫৭০৫৫০৮ যোগাযোগ করা হলে উক্ত দাবির বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় ক্যান্সার আক্রান্ত নারীর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশের কথিত নারী মনি বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, বাংলাদেশের কথিত মনি বেগমের চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।
তথ্যসূত্র