সম্প্রতি, ‘চাঁদা না দেওয়ায় সিএনজি ডাইভারকে মা*রছে বিএনপির নেতা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷ উক্ত দাবিটি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে প্রচার হতে দেখা গেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চাঁদা না দেওয়ায় বিএনপির নেতা কর্তৃক সিএনজি ডাইভারকে মারধরের দৃশ্যের নয় বরং, এটি ২০২৪ সালের ভারতের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের ভারতীয় গণমাধ্যম ‘rkyadavkanti’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, “এই যুবকটি যে ক্রমাগত লাঠি দিয়ে আঘাত করছে, তার মতো, ভগবানপুর চকে অবস্থিত প্রধান সড়কের অবৈধ অটো স্ট্যান্ডটি পরিচালনা করার জন্য আরও ৪-৫ জন কাজ করছে। সদর থানা থেকে দূরত্ব ২০০ মিটার। মুজাফফরপুর জেলা প্রশাসন এবং মুজাফফরপুর পুলিশের প্রতিটি কর্মকর্তাকে এটি বলা উচিত। (…)অগোছালো ও দখলকৃত রাস্তায় ট্রাফিক সিগন্যাল ঝুলিয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে ৫ লক্ষ টাকা লুট করা হচ্ছে, যানজটের কারণে ফুসফুস পুড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মুজাফফরপুরে একজনও সম্মিলিত নাগরিক প্রতিবাদ করতে পারেনি!” (অনূদিত)
পরবর্তীতে উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে ‘Thakur Divya Prakash’ নামক একটি এক্স অ্যাকাউন্টে থেকে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশন থেকেও ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, ২০২৪ সালে ভারতের চাঁদাবাজির ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে চাঁদা না দেওয়ায় বাংলাদেশে বিএনপির নেতা কর্তৃক সিএনজি ডাইভারকে মারধরের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- rkyadavkanti – Instagram Post
- Thakur Divya Prakash – X Post