ভারতের মেট্রোরেলে ধারণকৃত ভিডিও বাংলাদেশের মেট্রোরেলের দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশের মেট্রোরেলে হরিনাম প্রচার করছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

মেট্রোরেলে

উক্ত দাবিতে ভারত থেকেও একটি ভিডিও প্রচার করা হয় যেটি বেশ ভাইরাল হয়। উক্ত দাবিতে ভারত থেকে প্রচারিত ভাইরাল ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভাইরাল ভিডিওটি প্রায় ৩ লক্ষ বার দেখা হয়েছে এবং ৩২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের মেট্রোরেলে ধারণকৃত নয় বরং এটি ভারতের মেট্রোরেলে ধারণকৃত ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে মূল ভিডিওটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম৷ গত ৭ জুন তারিখে Arjun bhowmick নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি সর্বপ্রথম পোস্ট করা হয়৷ উক্ত ভিডিওটির ক্যাপশনে “govinda bolo hari gopal delhi metro” লেখা দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ভারতের দিল্লী মেট্রোরেলে ধারণকৃত। 

Comparison : Rumor Scanner

তাছাড়া, উক্ত ইউটিউব চ্যানেলে মেট্রোতে ধারণকৃত আরো বেশ কিছু ভিডিও পাওয়া যায়। উক্ত ইউটিউব চ্যানেলটির About সেকশন থেকে উক্ত চ্যানেলটি পরিচালনা করা ব্যক্তির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ইউজারনেম (Arjun_bhowmick) পাওয়া যায়। পরবর্তীতে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে তার উক্ত ইউটিউব চ্যানেল ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্টটির লিঙ্ক পাওয়া যায়৷ ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মূল ভিডিও পোস্ট করা অর্জুন ভৌমিক নামের এই ব্যক্তি নিজেকে “Musician” হিসেবে অভিহিত করেন এবং তিনি ভারতের দিল্লীতে বসবাস করেন। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন। উক্ত সূত্র ধরে নিশ্চিত হওয়া যায়, মূল ভিডিওটি ধারণকৃত ব্যক্তি একজন ভারতীয়৷

Screenshot : Facebook

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো মেট্রোর অভ্যন্তরীণ অবস্থার সাথেও বাংলাদেশের মেট্রোর অভ্যন্তরীণ অবস্থার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। গানটির গায়কের অদূরে মেট্রোরেলের ভিতর ভারতের পতাকাও লক্ষ্য করা যায়।

Comparison : Rumor Scanner

মূলত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি বাংলাদেশের মেট্রোতে ধারণকৃত এবং ভিডিওটিতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা মেট্রোতে হরিনাম প্রচার করছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের মেট্রোরেলে ধারণকৃত নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের দিল্লি মেট্রোরেল থেকে  ধারণকৃত ভিডিও।

সুতরাং, ভারতের মেট্রোরেলের ভিডিওকে বাংলাদেশের মেট্রোতে হিন্দুরা হরিনাম প্রচার করছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img