শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

নিউজিল্যান্ডের ভূমিকম্পের দৃশ্য দাবিতে ভারতীয় গণমাধ্যমে পুরোনো ভিডিও প্রচার 

নিউজিল্যান্ডে গত ১৬ মার্চের ভূমিকম্পের ঘটনায় ভারতের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

Screenshot source: Facebook

ভারতের গণমাধ্যমে উক্ত ছবি ব্যবহার করে প্রতিবেদন দেখুন ‘রিপাবলিক বাংলা’(আর্কাইভ), ‘পাঞ্জাব কেসারি’ (আর্কাইভ)।

Screenshot source: Facebook

একই ভিডিও ব্যবহার করে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিউজিল্যান্ডের ভূমিকম্প দাবিতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ফেসবুকে ২০২০ সালের ২৪ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা আলোচিত ভিডিওর সাথে হুবহু মিলে যায়।

Screenshot from Youtube

ভিডিওটির স্প্যানিশ ভাষায় লেখা ক্যাপশনটির বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “যখন আপনি ভূমিকম্পের সময় আপনার বোতলগুলো উদ্ধার করার জন্য আপনার সততার সাথে ঝুঁকি নিতে পছন্দ করেন।”

Screenshot from Facebook

ভিডিওটি পর্যবেক্ষণ করে এটি কোন স্থানের বা এই ভূমিকম্প কখন হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। 

পরবর্তীতে অনুসন্ধানে, ২০১৯ সালের ৪ জুন ইউটিউবে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির ক্যাপশনও স্প্যানিশ ভাষায় দেওয়া, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “এক পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুগুলোকে বাঁচাচ্ছে।”

Screenshot from Youtube

এই ভিডিওটিও পর্যবেক্ষণ করে এটি কোন স্থানের বা এই ঘটনা কবে ঘটেছিল হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

অর্থাৎ, ভিডিও কোন ঘটনায় কবে কোন স্থানে ধারণ করা হয়েছিলো তা নিশ্চিত হওয়া না গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি নিউজিল্যান্ডের সাম্প্রতিক ভূমিকম্পের নয়।

মূলত, গত ১৬ মার্চ নিউজিল্যান্ডে ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার দৃশ্য দাবিতে ভারতের গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ভিডিওটি ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, নিউজিল্যান্ডের সাম্প্রতিক ভূমিকম্পের দৃশ্য দাবিতে ভারতীয় গণমাধ্যমে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img