সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যার করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে ফেনী জেলায় বন্যার পানি প্রবেশের দৃশ্য দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একই ভিডিও ছড়াচ্ছে সিলেটে সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতেও। মূলধারার গণমাধ্যমেও এই ভিডিওটি প্রচারিত হয়েছে।
ফেনী দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
সিলেট দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই ভিডিওসহ গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন চ্যানেল২৪।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচ্য ভিডিওটি বাংলাদেশের বন্যার নয়, বরং ভারতের ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া বন্যার দৃশ্য।
অনুসন্ধানে ভারতের ত্রিপুরা রাজ্যের কদমতলা এলাকার স্থানীয় সাংবাদিক কিশান মল্লিকের ফেসবুক আইডি থেকে এই ভিডিওসহ ফেসবুকে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। গত ২০ আগস্ট সন্ধ্যা ৭টা ১১ মিনিটে প্রচারিত উক্ত পোস্টের ক্যাপশনে জানানো হয়, কদমতলা ব্লকের অন্তর্গত সরলা গ্রামে অবিরাম বৃষ্টিতে ১০ কোটি টাকার প্রোজেক্টের জলে ভাসিয়ে নিল চারটি পুকুরসহ ১৫ খানি কৃষি জমি। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক।
তার পোস্টের তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে, ত্রিপুরার একাধিক স্থানীয় গণমাধ্যমের (১, ২) ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। উক্ত গণমাধ্যমগুলোতেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে।
বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা কিশান মল্লিকের সাথে যোগাযোগ করে মূল ভিডিওটি সংগ্রহ করেছি এবং ভিডিওটির মেটাডাটা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হয়েছি এটি ভারতের ত্রিপুরা রাজ্যের ভিডিও। কিশানের ভাতিজা স্বপন গতকাল স্থানীয় সময় বিকাল ০৩ টা ২৯ মিনিটে (বাংলাদেশ সময় ৩ টা ৫৯ মিনিট) ভিডিওটি ধারণ করেন।
সুতরাং, ভারতের ত্রিপুরা রাজ্যের বন্যার একটি ভিডিও বাংলাদেশে বন্যার প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kishan Mallik – Facebook Post
- Gomati Express – Facebook Post
- Jana Darpan – Facebook Post