বুধবার, অক্টোবর 9, 2024

ছবিটি পাকিস্তানে শ্রীলংকা ক্রিকেট দলকে নিরাপত্তা প্রদানের, নিউজিল্যান্ড দলের নয়

“নিউজিল্যান্ডের প্লেয়ারদের এভাবেই সিকিউরিটি দিয়ে পাকিস্থানে রাখা হয়েছিলো” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের নয় বরং এটি শ্রীলংকা ক্রিকেট দলের ২০১৯ সালে পাকিস্তান সফরের ছবি।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে Azzam Ameen নামের একটি ভেরিফাইড টুইটার আইডিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

শ্রীলংকা ক্রিকেটের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে “Asantha De Mel speaks on Security provided to the ‘National Team’ in Pakistan” শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতেও নিউজিল্যান্ড দলকে নিরাপত্তা প্রদানের চিত্র দাবিতে প্রচারিত ছবিটির সাথে মিল থাকা একটি ভিডিওচিত্র খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, শ্রীলংকার অনলাইন পত্রিকা ‘The Morning’ এও ৩০ সেপ্টেম্বর ২০১৯ সালে “Presidential level security for SL Team in Pakistan” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে আলোচিত ছবিটির অস্তিত্ব রয়েছে।

প্রতিবেদনটি পড়ুন এখানে

মূলত, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে শ্রীলংকা ক্রিকেট দল পাকিস্তান সরকারের রাষ্ট্রপ্রধানের সমমানের নিরাপত্তার প্রতিশ্রুতির ভিত্তিতে লিমিটেড ওভার সিরিজ খেলার জন্য পাকিস্তান সফরে গিয়েছিলো। এর আগে ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে এবং ঘটনাটির পর থেকে পাকিস্তান দল তাদের বেশিরভাগ হোম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলেছে।

প্রতিবেদনটি পড়ুন এখানে
প্রতিবেদনটি পড়ুন এখানে

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর নিউজিল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সরকারের বিশেষ নিরাপত্তার প্রতিশ্রুতিতে তিন সপ্তাহের সফরে পাকিস্তানে যায়। কিন্তু ১৭ সেপ্টেম্বরে তাদের প্রথম ম্যাচ শুরুর কয়েক মিনিট পূর্বে নিউজিল্যান্ড সরকারের থেকে একটি নিরাপত্তা সতর্কতার কারণে তারা তাদের লিমিটেড অভার সিরিজের পাকিস্তান সফরটি বাতিল করে।

প্রতিবেদনটি পড়ুন এখানে
প্রতিবেদনটি পড়ুন এখানে
প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ, ২০১৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলংকান ক্রিকেট দলকে নিরাপত্তার প্রদানের পুরোনো ছবিটিকে বর্তমানে নিউজিল্যান্ড দলকে নিরাপত্তা প্রদানের চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: নিউজিল্যান্ডের প্লেয়ারদের এভাবেই সিকিউরিটি দিয়ে পাকিস্থানে রাখা হয়েছিলো
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Azzam Ameen Twitter: https://twitter.com/AzzamAmeen/status/1178652521692303360
  2. Sri Lanka Cricket YouTube: https://www.youtube.com/watch?v=W2HKQWeoBxg
  3. The Morning: Presidential level security for SL Team in Pakistan
  4. Outlook India: How Is Pakistan Guarding Sri Lankan Cricketers From Killer Terrorists
  5. AP News: Under heavy security, Sri Lanka cricket team tours Pakistan
  6. Stuff: Black Caps arrive in Pakistan amid ‘highest level of security’ for first tour in 18 years
  7. New Zealand Cricket: BLACKCAPS tour of Pakistan abandoned
  8. DW: নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

আরও পড়ুন

spot_img