সম্প্রতি, “এই মহিলাটা, কোরআনকে অপমান করেছিল আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে ভিডিওতে দেখুন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কোরআন অবমাননা করায় মানুষ থেকে শিয়ালে পরিণত হওয়ার ঘটনার নয় বরং এটি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় মুরাদ আলী নামের এক ব্যক্তির মহিলা ছদ্মবেশে অর্ধ নারী ও অর্ধ শেয়াল পৌরাণিক প্রাণীর চরিত্রে অভিনয়ের একটি দৃশ্য।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Dailymail’ এর অনলাইন সংস্করণে ২০১৪ সালের ২৪ জুনে “Pakistan’s foxy lady: ‘Half-human, half-fox creature’ enthrals visitors to Karachi zoo with wit and fortune telling” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম‘AlArabia’ এর অনলাইন সংস্করণে ২০১৪ সালের ২৫ জুনে “Foxy lady! Pakistan’s ‘half-human, half-fox creature’ is a zoo hit” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই বিষয় নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম মুরাদ আলী, যিনি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের আকর্ষণের জন্য মমতাজ বেগম নামের মহিলা ছদ্মবেশে পৌরাণিক প্রাণীর (অর্ধ-নারী ও অর্ধ-শিয়াল) চরিত্রে অভিনয় করেন। চিড়িয়াখানার কর্মকর্তারা এটিকে চিড়িয়াখানায় দর্শক আনার কৌশল হিসাবে গণ্য করেন। চিড়িয়াখানায় মুরাদ আলীর অভিনয়ের ধারনকৃত একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ভিন্ন অডিও যুক্ত করে কোরআন অবমাননা করায় মানুষ হতে শিয়ালে পরিণত হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় পৌরাণিক প্রাণীর চরিত্রটি কয়েক দশক ধরে প্রদর্শন হয়ে আসছে এবং মুরাদ আলীর পূর্বে তার পিতা এই চরিত্রে অভিনয় করতেন। তার বাবা মারা যাবার পর তিনি এই চরিত্রে অভিনয় করে আসছেন।
Also Read: ভিডিওটি অলৌকিকভাবে লোহা গলানোর কোনো দৃশ্যের নয়
তাছাড়া, পৌরাণিক প্রাণীর চরিত্রে অভিনয়কারী মুরাদ আলী কোরআন অবমাননা করেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় মুরাদ আলী নামের এক ব্যক্তির মহিলা ছদ্মবেশে পৌরাণিক প্রাণীর চরিত্রে অভিনয়ের একটি দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভিন্ন অডিও যুক্ত করে কোরআনকে অবমাননা করায় মানুষ থেকে শিয়ালে পরিণত হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এই মহিলাটা, কোরআনকে অপমান করেছিল আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে ভিডিওতে দেখুন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Daily Mail: https://www.dailymail.co.uk/news/article-2666981/Pakistans-foxy-lady-Half-human-half-fox-creature-enthrals-visitors-Karachi-zoo-wit-fortune-telling.html
- Al Arabiya: https://english.alarabiya.net/life-style/art-and-culture/2014/06/25/Foxy-lady-Pakistan-s-Half-human-half-fox-creature-is-a-zoo-hit
- Scroll: https://scroll.in/video/154/this-zoo-in-pakistan-really-has-had-a-half-man-half-fox-on-display-for-four-decades