গতকাল (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু পোস্টে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সূত্র হিসেবে দেখিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানোর জন্য ভারতীয় কিছু মিডিয়াকে অর্থ লগ্নি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুজব ছড়াতে ভারতীয় মিডিয়াকে সজীব ওয়াজেদ জয় অর্থ দিয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ভারতীয় গণমাধ্যমটির ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে হিন্দুস্তান টাইমসের ইংরেজি এবং বাংলা সংস্করণের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড এবং এডভান্স সার্চ করেও এমন দাবিতে কোনো তথ্য প্রচারের প্রমাণ পায়নি রিউমর স্ক্যানার৷ সংবাদমাধ্যমটির বাংলা সংস্করণে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে সর্বশেষ গত ০৮ অক্টোবর সংবাদ প্রকাশিত হয়; যাতে শেখ হাসিনা ভারতে আছেন জানিয়ে জয়ের মন্তব্য বিষয়ক তথ্য প্রচার করা হয়। অন্যদিকে, হিন্দুস্তান টাইমসের ইংরেজি সংস্করণে জয়ের বিষয়ে সর্বশেষ আগস্টে সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনে আলোচিত দাবিটির বিষয়ে তথ্য মেলেনি। পরবর্তী অনুসন্ধানে ইন্টারনেট আর্কাইভ যাচাই করেও হিন্দুস্তান টাইমসে উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার গণমাধ্যমটির ইংরেজি এবং বাংলা সংস্করণ সংশ্লিষ্ট একাধিক সাংবাদিকের সাথেও এ বিষয়ে কথা বলে দাবিটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে।
সুতরাং, গুজব ছড়াতে ভারতীয় মিডিয়াকে সজীব ওয়াজেদ জয় অর্থ দিয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।