চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক ভুয়া দাবি

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সে সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।

সম্প্রতি, ‘আইনজীবীকে হত্যা করায় ইসকন নিষিদ্ধ চিন্ময়-কে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট’ শীর্ষক থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৮ লক্ষাধিক বার।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিকটকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২২ লক্ষাধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্ট ফাঁসির নির্দেশ দেয়নি বরং, ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে শুরুতেই দুইটি ভিডিও প্রতিবেদনের ক্লিপ দেখতে পাওয়া যায়। ভিডিও ক্লিপ দুটিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত ফাঁসির আদেশ দিয়েছেন দাবি করা হয় এবং এই ক্লিপ দু’টি দেখানোর পর একজন ব্যক্তিকে বলতে দেখা যায়, ‘শুধু মাত্র আদালতের আদেশ পর্যন্তই নয় বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে…’। এছাড়াও ভিডিওটিতে আরও আরও ভিন্ন ভিন্ন ভিডিওর ফুটেজ দেখানো হয়। 

প্রথম ভিডিওটি যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ২৬ নভেম্বর ‘রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ | Ctg Court | Chinmoy | Jamuna TV’ শীর্ষক শিরোনামে প্রচারিত হয়। ভিডিওটিতে উপস্থাপিকাকে বলতে শোনা যায, ‘চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন…’

Comparison: Rumor Scanner

অর্থাৎ, এটা নিশ্চিত যে প্রযুক্তির সাহায্যে ‘কারাগারে পাঠানোর নির্দেশ’ এর স্থলে ‘ফাঁসির আদেশ’ শীর্ষক শব্দাবলী সম্বলিত কণ্ঠ যুক্ত করা হয়েছে। 

পরবর্তীতে যমুনা টিভির প্রতিবেদক ও উপস্থাপক মহিউদ্দিন মধুর একটি ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে ভাইরাল ভিডিওটিতে। এতে তাকে বলতে শোনা যায়, “দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।” রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে 

যমুনা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উক্ত দাবির বিষয়ে কোনো ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, এই ভিডিওটিও প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

ভাইরাল এই ভিডিওতে প্রাসঙ্গিক আরেকটি ফুটেজের খোঁজে ‘Nayeem Elli ( world news )’ ইউটিউব চ্যানেলে গত ২৭ নভেম্বর ‘শেষ র*ক্ষা হলনা চিন্ময়ের – ইউনুস সরকারের একি কঠোর সিদ্ধান্ত’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যার সাথে আলোচিত অংশের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

এই ভিডিওটিতেও চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত যে সব ভিডিও দেখানো হয়েছে সেসব ভিডিওতে চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ ডিসেম্বর)।

সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img